জ্যোতিষশাস্ত্র অনুসারে সেনাপতি মঙ্গল একই রাশিতে ৪৫ দিন পর্যন্ত থাকেন। এরফলে একটি রাশিচক্রে ২২ মাস সময় লাগে। অন্যদিকে, আবার চন্দ্র একা এমন এক গ্রহ, যা সবচেয়ে দ্রুত গতিতে চলতে পারে। একটি রাশিতে তিনি প্রায় আড়াই দিন থাকেন। চন্দ্র হলেন, মনোবল, স্বাস্থ্য, কলার কারক, আর মঙ্গল হলেন, আত্মবিশ্বাস সাহস উৎসাহের কারক। এদের একত্রিত হওয়ার ফলে ফেব্রুয়ারি মাসে বসন্ত পঞ্চমীর পর শুরু হতে চলেছে মহালক্ষ্মী যোগ। কবে রয়েছে এই মহালক্ষ্মী যোগ? এই শুভ যোগে ভাগ্য খুলবে একাধিক রাশির। লাকি কারা, দেখে নিন।
মকর
কর্মক্ষেত্রে আপনার করা কাজ থেকে অপার সাফল্য আসবে। আপনার বহু ধরণের অভিজ্ঞতা হবে। ব্যবসায় পর্যাপ্ত মাত্রায় মুনাফা হবে। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। বাবার তরফে কোনও সম্পত্তি পেতে পারেন। কোনও কাজের জন্য ব্যাঙ্ক থেকে সহজে ঋণ নিতে পারেন। প্রেম জীবন ভালো থাকবে, পার্টনারের সঙ্গে সময় ভালো কাটবে। হঠাৎ করে টাকা পয়সা পেতে পারেন। সুখ সুবিধা হু হু করে বাড়বে।
কুম্ভ
ভালো সময় আসছে কুম্ভ রাশিতে। মহালক্ষ্মী রাজযোগ আপনাদের জন্য খুবই লাকি প্রমাণিত হতে পারে। আধ্য়াত্মের দিকে আপনার ঝোঁক বাড়বে। ধার্মিক কোনও কাজে উৎসাহ সহকারে অংশ নিতে পারবেন। আপনার কাজে সিনিয়র অফিসাররা খুশি হবেন। ব্যবসায় বিপুল লাভ হবে। কেরিয়ারের দিক থেকে সাফল্য পাবেন। পেতে পারেন বোনাস। আপনার অনেক ইচ্ছা পূরণ হবে। সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটবে।
তুলা
এই রাশির জাতক জাতিকাদের উপর মা লক্ষ্মীর কৃপা বর্ষণ হবে। ভাগ্যের সম্পূর্ণ সহযোগিতা পাবেন এই সময়। আপনারা দেবীর কৃপায় সৌভাগ্য পেতে থাকবেন। হবে বেতনবৃদ্ধি। কেরিয়ারের দিক থেকে উচ্চপদ পেতে পারেন। ব্যবসায় মুনাফা পাবেন। অংশীদারির কাজ থেকে খুব লাভ পাবেন। পৈতৃক সম্পত্তি পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।
সরস্বতী পুজোর পরই মহালক্ষ্মী যোগ?
আগামী ২ ফেব্রুয়ারি রয়েছে বসন্ত পঞ্চমী। সেদিন থেকে পড়ছে তিথি। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত রয়েছে সরস্বতী পুজোর তিথি। ২ ফেব্রয়ারি সকাল ৯.১৪ মিনিটে শুরু হবে শ্রী পঞ্চমী তিথি৷ এই তিথি থাকবে পরদিন ৩ ফেব্রুয়ারি, সোমবার সকালে ৬.৫২ মিনিট পর্যন্ত তিথি রয়েছে। এরপর ৮ ফেব্রুয়ারি রয়েছে মহালক্ষ্মী রাজযোগ।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)