হিন্দু পঞ্জিকা অনুযায়ী, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহা শিবরাত্রি পালিত হয়। মহা শিবরাত্রির পার্বতী ও শিবের বিবাহ সম্পন্ন হয়েছিল। এদিন মহাদেবের পূজার্চনার বিশেষ গুরুত্ব রয়েছে। ধর্মীয় ধারণা অনুযায়ী, মহা শিবরাত্রির দিনে নিয়ম মেনে মহাদেবের পুজো, মন্ত্র জপ করলে গ্রহ দোষ ও দুর্ভাগ্য দূর হয় এবং সুখ, শান্তি ও সৌভাগ্য লাভ করা যায়। ১ মার্চ মহা শিবরাত্রি পালিত হবে। এদিন শিবের এই মন্ত্রগুলি জপ করলে ব্যক্তির মনস্কামনা পূর্ণ হয়—
মহামৃত্যুঞ্জয় মন্ত্র
ওম হৌং জূং সঃ ওম ভুর্ভবঃ স্বঃ ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম।
ঊর্বারুকমিব বন্ধনান্মৃত্যোর্মুক্ষীয় মামৃতাৎ ওম ভুবঃ ভূঃ সঃ জূং হৌং ওম।।
এই মন্ত্র পাঠ করলে জীবনে সাফল্য আসে। পথের সমস্ত বাধা দূর হয় এই মন্ত্রের প্রভাবে।
শিব ধ্যান মন্ত্র
ধ্যায়ে নিত্যং মহেশং রজতগিরিনিভং চারুচন্দ্রাং বতংসং।
রত্নাকল্পোজ্জ্বলাঙ্গং পরশুমৃগবরাভীতিহস্তং প্রসন্নম।।
পদ্মাসীনং সমংতাৎ স্তুততমমরগণৈর্ব্যাঘ্রকৃত্তিং বসানং।
বিশ্বাদ্যং বিশ্ববদ্যং নিখিলভয় হরং পঞ্চবক্ত্রং ত্রিনেত্রম্।।
শিবের ধ্যানে মগ্ন হওয়ার জন্য ও একাগ্রতা বৃদ্ধি করতে উপরোক্ত মন্ত্র জপ করা উচিত।
শিবের মূল মন্ত্র
ওম নমঃ শিবায়।।
এটি সৃষ্টির প্রথম শব্দ ও প্রথম মন্ত্র। মহাশিবরাত্রির দিনে শিবের পঞ্চাক্ষরী মন্ত্রের জপ করলে মনের শুদ্ধি হয়।
রুদ্রা গায়ত্রী মন্ত্র
ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ।।
পরিবারে রোগগ্রস্ত সদস্য থাকলে মহাশিবরাত্রির দিনে রুদ্র গায়ত্রী মন্ত্র জপ করা উচিত। এর প্রভাবে রোগ মুক্তি ঘটে।
রাগ নিয়ন্ত্রণ করার জন্য
দেবদেব মহাদেব নীলকণ্ঠং নমোস্তু তে।
কুর্তামিচ্ছাম্যহং দেব শিবরাত্রিব্রতং তব।।
তব প্রভাবাদ্ধেবেশ নির্বিঘ্নেন ভবেদিতি।
কামাদ্যা শত্রবো মাং বৈ পীডাং কুর্বন্তু নৈব হি।।
এই মন্ত্র জপের ফলে কাম, ক্রোধ, লোভ ইত্যাদির ওপর নিয়ন্ত্রণ করা যায়। পাশাপাশি শত্রুদের পরাজিত করা যায়।
শিবের অন্যান্য মন্ত্র
ওম সর্বাত্মনে নমঃ।।
ওম শ্রীকণ্ঠায় নমঃ।।
ওম জ্ঞানভূতায় নমঃ।।
ওম তৎপুরুষায় নমঃ।।
ওম মহাকালায় নমঃ।।
ওম হৃীং হ্রৌং নমঃ শিবায়।।
চার প্রহরের মন্ত্র
প্রথম প্রহরের মন্ত্র- হৃীং ঈশানায় নমঃ।
দ্বিতীয় প্রহরের মন্ত্র- হৃীং অঘোরায় নমঃ।
তৃতীয় প্রহরের মন্ত্র- হৃীং বামদেবায় নমঃ।
চতুর্থ প্রহরের মন্ত্র- হৃীং সাদ্যোজাতায় নমঃ।
বেলপাতা অর্পণ করার সময় জপ করুন এই মন্ত্র
ত্রিদলং ত্রিগুণাকারং ত্রিনেত্রং চ ত্রিধায়ুধম্।
ত্রিজন্মপাপসংহারং বিল্বপত্রং শিবার্পণম্।।
অখণ্ডৈ বিল্বপত্রৈশ্চ পূজয়ে শংকরম্।
কোটিকন্যা মহাদানং বিল্ব পত্র শিবার্পণম্।।
দর্শনং বিল্বপত্রস্য স্পর্শনম্ পাপনাশনম্।
অঘোর পাপ সংহারং বিল্ব পত্রং শিবার্পণম্।।
গৃহাণ বিল্ব পত্রাণি সপুশ্পাণি মহেশ্বর।
সুগন্ধীনি ভবানীশ শিবত্বকুসুয় প্রিয়।।
নমো বিল্ল্মিনে চ কবচিনে চ নমো বর্ম্মিণে চ বরূথিনে চ
নমঃ শ্রুতায় চ শ্রুতসেনায় চ নমো
দুন্দুব্ভ্যায় চা হনন্ন্যায় চ নমো ঘৃষ্ণবে।।