ফেব্রুয়ারি ২০২৫ সালে এবার আসছে মহাশিবরাত্রি। বৈদিক জ্যোতিষশাস্ত্রমতে এই পূণ্যতিথিতে একাধিক শুভ যোগ আসতে চলেছে। আগামী ২৬ ফেব্রুয়ারি রয়েছে মহাশিবরাত্রি। এমন দিনে দেবতা শিব ও মা পার্বতীর বিয়েকে উদযাপন করা হয়। এমন দিনে বিশেষ পদ্ধতি মেনে শিবের পুজো করা হয়। অনেকেই মহাশিবরাত্রিতে ব্রত রেখে থাকেন।
শিবরাত্রিতে পূণ্য যোগ:-
২০২৫ সালের শিবরাত্রিতে শ্রাবণ নক্ষত্র থাকছে। সেই সময় সন্ধ্যা ৫.০৮ মিনিটে শ্রাবণ নক্ষত্র থাকবে। এছাড়াও শিবরাত্রিতে থাকবে পরিধ যোগ। মনে করা হয়, শিবপার্বতীর পুজো করলে কপাল খোলে। আর সেই জায়গা থেকেই এই শিবরাত্রির আলাদা মাহাত্ম্য রয়েছে। এই শিবরাত্রি তিথিতে বেশ কিছু রাশির ওপর দেবকৃপা বর্ষণ হবে। কিছু রাশি হবে লাকি। দেখা যাক, লাকি কারা।
মেষ
আপনার উন্নতির যোগের রাস্তা প্রশস্ত হতে পারে। বিভিন্ন দিক থেকে উন্নতি দেখতে পারেন। যদি ব্যবসা করে থাকেন, তাহলে নতুন সুযোগ আসতে পারে। পরিশ্রমের পুরো ফল পাবেন। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যাবে। শিবলিঙ্গে জল আর বেলপত্র অর্পণ করতে পারেন। তাতে সাফল্য ঘরে আসতে পারে।
মিথুন
কেরিয়ারে এগিয়ে যাওয়ার প্রবল সুযোগ পাবেন। মিথুন রাশির ওপর দেবকৃপা থাকবে। ব্যবসায় কোনও বড় ডিল পেতে পারেন। এই ডিল থেকে বাড়তি লাভ পাবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। তাতে আগামীতে লাভ হবে। শিবরাত্রির দিন দেবতাকে কালো তিল অর্পণ করুন। মনের ইচ্ছা পূরণ করতে পারেন।
সিংহ
মহাশিবরাত্রি আর্থিক রূপে বহু শুভ ফল দিতে পারে। টাকা রোজগারের নতুন সুযোগ পেতে পারেন। কোনও ঋণ থাকলে তা মিটে যাবে। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। এই সময় গাড়ি বা সম্পত্তি কেনার কথা ভাবলে, সেই ইচ্ছা পূরণ হতে পারে। দাম্পত্য জীবনে খুশি আসবে। অবিবাহিতদের ভালো বিয়ের যোগ তৈরি হবে। এই শিবরাত্রির পুজোয় মহাদেবকে মধু অর্পণ করতে পারেন। তাতে পেতে পারেন সাফল্য।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )