কোন কোন রাশির জাতক জাতিকারা এই মহাশিবরাত্রির সময়কালে শিবের বিশেষ কৃপা পেতে চলেছেন, দেখে নেওয়া যাক। কোন দিক থেকে এই রাশিগুলি বিশেষ লাভ পেতে চলেছে তা দেখে নেওয়া যাক একনজরে।
1/8বৈদিক জ্যোতিষ মতে শিবরাত্রিতে শিবের বিশেষপুজো করলে পাওয়া যায় বিশেষ কৃপা। এমন দিনে শিবভক্তরা বিশেষ বিধিতে শিবের পুজোর ব্রত গ্রহণ করলেও মেলে বিশেষ কৃপা। তবে জ্যোতিষ গণনা বলছে, চলতি বছরে ১৮ ফেব্রুয়ারি শিবরাত্রির দিন দেবতার বিশেষ কৃপা পেতে চলেছেন বহু রাশির জাতক জাতিকারা।
2/8কোন কোন রাশির জাতক জাতিকারা এই সময়কালে শিবের বিশেষ কৃপা পেতে চলেছেন, দেখে নেওয়া যাক। কোন দিক থেকে এই রাশিগুলি বিশেষ লাভ পেতে চলেছে তা দেখে নেওয়া যাক একনজরে। (ফাইল ছবি)
3/8মেষ- জ্যোতিষ গণনায় দেখা যাচ্ছে, মহাশিবরাত্রির দিন বেশ কয়েকটি রাশি শিবের বিপুল কৃপা পেতে চলেছে, তারমধ্যে মেষ অন্যতম। এই সময় দেবাদিদেবের কৃপায় আপনার আর্থিক স্থিতি মজবুত হবে। আয় আরও বাড়বে। ব্যবসায় হবে লাভ। চাকরিতে আসবে নকুন সুযোগ।
4/8বৃষ-চাকরিতে আসবে প্রমোশন। বহুদিন ধরে আটকে থাকা কোনও কাজ সম্পন্ন হবে। কর্মস্থলে উচ্চ আধিকারিকদের সাহায্য পাবেন। ভূমি, ভবন বা বাহনের খরিদারি সম্ভব। এই কার্যকালে আপনি ব্যাপক সাফল্য পেতে পারেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
6/8ধনু- মহাশিবরাত্রিতে শিবের কৃপায় সাফল্যের নতুন শৃঙ্গ ছুঁতে পারবেন আপনারা। কোনও প্রভাবশালী ব্যক্তির সঙ্গে সম্পর্ক হতে পারে। কর্মস্থলে আপনার কাজের প্রশংসা হবে। কেরিয়ারে প্রভূত উন্নতি হবে।
7/8তুলা- এই সময়কালে শিবের কৃপায় আপনি সুখ সুবিধায় ভরে থাকবেন। মনের সমস্ত ইচ্ছে পূরণ হবে। স্বাস্থ্যের উন্নতি হবে। ব্যবসায় লাভ আছে। আয়ে আগেল থেকে হবে বৃদ্ধি।
8/8কুম্ভ-মহাশিবরাত্রির সময়কালে যে কাদে হাত দেবেন, সেই কাজে পাবেন সাফল্য। আর্থিক দিক থেকে পরিস্থিতি খুব ভালোর দিকে যাবে। আচমকা হবে ধনলাভ। চাকরির নতুন নতুন দিগন্ত খুলে যাবে। (এই প্রতিবেদনের তথ্য মান্য়তা নির্ভর। এর সত্যতার দাবি করেনা হিন্দুস্তান টাইমস বাংলা। ) (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)