Makar Sankranti Trigrahi Yog 2023: জ্যোতিষশাস্ত্রে মকর সংক্রান্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। ওই সময় মকর রাশিতে একইসঙ্গে তিনটি গ্রহ অবস্থান করতে চলেছেন। ওই ত্রিগ্রহী যোগের ফলে একাধিক রাশির জাতকরা লাভবান হবেন। কোন কোন রাশির জাতকরা লাভবান হবেন, তা দেখে নিন -
1/5মকর সংক্রান্তিতে মকর রাশিতে ত্রিগ্রহী যোগ তৈরি হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মকর সংক্রান্তিতে মকর রাশিতে সূর্য, শনি এবং শুক্র গ্রহ অবস্থান করবেন। ওই তিনটি বড় গ্রহ একই রাশিতে থাকার ফলে একাধিক রাশির জাতকদের ভাগ্যোদয় হবে।
2/5মেষ রাশি- ত্রিগ্রহী যোগ তৈরি হওয়ার ফলে মেষ রাশির জাতকদের ভালো সময় শুরু হবে। মেষ রাশির দশম স্থানে ওই ত্রিগ্রহী যোগ তৈরি হতে চলেছে। যে মেষ রাশির জাতকরা চাকরি করেন, তাঁরা শুভ ফল লাভ করবেন। কর্মক্ষেত্রে নয়া দায়িত্ব মিলবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
3/5কন্যা রাশি- ত্রিগ্রহী যোগের প্রভাবে মকর সংক্রান্তি থেকে কন্যা রাশির জাতকদের ভাগ্যোদয় হবে। কন্যা রাশির পঞ্চম স্থানে ত্রিগ্রহী যোগ তৈরি হবে। যা প্রেম-বিবাহ, উচ্চশিক্ষার যোগ হিসেবে বিবেচিত হয়। যাঁরা শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত, তাঁদের সময় অনুকূল কাটবে। যাঁরা অবিবাহিত, তাঁরা বিয়ের প্রস্তাব পেতে পারেন। কন্যা রাশির জাতকদের ভাগ্যোদয় হবে। শুভ খবর পেতে পারেন।
4/5তুলা রাশি- মকর রাশিতে যে ত্রিগ্রহী যোগ তৈরি হতে চলেছে, তা তুলা রাশির জাতকদের জন্য সাফল্য নিয়ে আসবে। বিনিয়োগের জন্য এটা অনুকূল সময়। চাকরি সংক্রান্ত বিষয়ে তুলা রাশির জাতকরা শুভ ফল লাভ করবেন। যে তুলা রাশির জাতকরা চাকরি করেন, তাঁদের সময় ভালো কাটবে। ব্যবসায়ীদের মুনাফা বৃদ্ধি পাবে।
5/5ধনু রাশি- ত্রিগ্রহী (সূর্য, শনি ও শুক্র গ্রহের যুতি) যোগের ফলে মকর সংক্রান্তি থেকে ধনু রাশির জাতকদের ভাগ্য ভালো কাটবে। ভাগ্যোদয় হবে ধনু রাশির জাতকদের। আকস্মিক অর্থলাভ হবে। ধনপ্রাপ্তির যোগ আছে। ব্যবসায়ীরা মুনাফা লাভ করবেন। ব্যবসায়ীর বহর বৃদ্ধি পাবে।