মকর সংক্রান্তির দিন বাড়িতে পুজো করুন বিষ্ণু দেব ও সূর্যের। তাহলে অর্থ থেকে কেরিয়ারে আসবে উজ্জ্বলতা। আগের থেকেও বেশি চমকাবে ভাগ্য। বহু দিনের আটকে থাকা কাজ এই মকর সংক্রান্তির দিন সম্পন্ন হয়।
1/4মকর সংক্রান্তির পর্ব ২০২৩ সালে ১৫ জানুয়ারি পালন করা হচ্ছে। যদিও ১৪ জানুয়ারি রাতে পড়ছে যোগ, তবে তার পূণ্যকাল শুরু হচ্ছে ১৫ জানুয়ারি। মনে করা হয় মকর সংক্রান্তি মনোবঞ্ছা যেমন পূরণ করা হয়, তেমনই আর্থিক ভাগ্যও তুঙ্গে রাখার একাধিক উপায় নিহিত হয়ে রয়েছে এই মকর সংক্রান্তির দিনে। দেখে নেওয়া যাক, বাস্তুশাস্ত্র মতে মকর সংক্রান্তির দিন কী কী উপায় পালন করলে তা সুখদায়ী হয়।
2/4বাড়িতে আনুন এই জিনিসটি- পিতলের তৈরি সূর্য মকর সংক্রান্তির দিন বাড়িতে আনা খুবই শুভ বলে মনে করা হচ্ছে। এতে সংসারে সুখ শান্তি আসে। বাড়ির পূর্ব দিকে পিতলের সূর্য লাগালে সংসারে ধন সম্পত্তির অভাব হয় না বলে মনে করা হয়। পিতলের সূর্যের নিচে যদি ঘণ্টা লাগানো থাকে, তাহলে তা খুবই শুভ বলে মনে করা হয়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
3/4
কোন দোবতার পুজো- মকর সংক্রান্তির দিন বাড়িতে পুজো করুন বিষ্ণু দেব ও সূর্যের। তাহলে অর্থ থেকে কেরিয়ারে আসবে উজ্জ্বলতা। আগের থেকেও বেশি চমকাবে ভাগ্য। বহু দিনের আটকে থাকা কাজ এই মকর সংক্রান্তির দিন সম্পন্ন হয়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/4দান- মকর সংক্রান্তির দিন দরিদ্রকে কম্বল বা শীতবস্ত্র দিতে পারেন। বলা হয়, এতে সংসারে আসে সমৃদ্ধি। এছাড়াও এমন দিনে স্নান সেরে ভোরে কাউকে তিল দান করলেও অর্থকষ্ট কেটে যায়। এছাড়া দরিদ্রকে এই দিনে চাল,ডাল বা খিচুড়ি দান করলে তা সংসারে অন্নকষ্ট দূর করে বলে মনে করা হয়। (PTI Photo)