জ্যোতিষমতে বলা হচ্ছে, খুব শিগগির মীন রাশিতে গোচর করছে শুক্র। যার ফলে মালব্য রাজযোগ তৈরি হতে চলেছে। মালব্য রাজযোগের প্রভাব সমস্ত রাশিতে পড়তে চলেছে। তবে বিশেষভাবে কয়েকটি রাশিই কৃপাধন্য হতে পারে এই রাজযোগের ফলে। দেখে নেওয়া যাক, সেই সমস্ত রাশির তালিকা।
1/5বৈদিক জ্য়োতিষমতে একাধিক গ্রহের গতিবিধির ফলে রাশিচক্রের বহু রাশিতে নানান রকমের প্রভাব পড়ে। তারসঙ্গে সেই সমস্ত রাশির জাতক জাতিকাদের ওপর শুভ ও অশুভ বিভিন্ন রকমের প্রভাবই দেখা যায়। আর এই গ্রহের গতিবিধির ফলে তৈরি হয়, নানান রকমের রাজযোগ। দেখে নেওয়া যাক, কোন রাজযোগ সামনেই আসন্ন।
2/5বৈদিক জ্যোতিষমতে বলা হচ্ছে, ১৫ ফেব্রুয়ারি মীন রাশিতে গোচর করছে শুক্র। যার ফলে মালব্য রাজযোগ তৈরি হতে চলেছে। মালব্য রাজযোগের প্রভাব সমস্ত রাশিতে পড়তে চলেছে। তবে বিশেষভাবে কয়েকটি রাশিই কৃপাধন্য হতে পারে এই রাজযোগের ফলে। দেখে নেওয়া যাক, সেই সমস্ত রাশির তালিকা।
3/5মীন-মালব্য রাজযোগ আপনাদের জন্য খুবই ভালো। আপনার গোচর কুণ্ডলীর লগ্নভাবে রয়েছে শুক্র। ফলে আত্মবিশ্বাস বাড়বে। অবিবাহিতদের বিবাহের প্রস্তাব আসবে। যাঁরা বিবাহিত তাঁদের সম্পর্ক আগের থেকে ভালো হবে। ব্যবসায় অংশিদারির কাজে আসবে সাফল্য। স্বাস্থ্য নিয়ে চিন্তা হবে। নিজের কর্মক্ষমতা কর্মস্থলে দেখাতে পারবেন।
4/5কর্কট- মালব্য রাজযোগের ফলে আপনাদের ভালো সময় শুরু হতে পারে। আপনার রাশির নবমস্থানে মালব্য রাজযোগ হবে। কেরিয়ারে হবে ব্যাপক উন্নতি। ভাগ্য করে পাবেন কাজ। যেকোনও জায়গায় আপনার যাত্রা খুবই ফলদায়ী হবে। বিদেশে গিয়ে যাঁরা পড়াশোনা করতে চান, তাঁরা পাবেন সাফল্য়ের দেখা।
5/5বৃষ- মালব্য রাজযোগ আয় ও লাভের দিক থেকে খুবই ভালো। এই যোগ আপনার গোচর কুণ্ডলীর ১১ তমভাবে থাকবে। এই সময় আগের থেকে বাড়বে আয়। শেয়ার বা সাট্টাতে হবে বিনিয়োগ। কেরিয়ারে হবে প্রভূত উন্নতি। আয়ের নতুন নতুন উৎস আসবে, যাঁরা চাকরি করবেন, তাঁদের বেতন বৃদ্ধি ও পদন্নতি হবে। (এই তথ্য মান্যতাধর্মী। এর সত্যতার দাবি করে না হিন্দুস্তান টাইমস বাংলা।)