Malika Rajyog Astrology: কর্মক্ষেত্রে হবে প্রশংসা, পদোন্নতি, বিয়ের যোগ! মালিকা রাজযোগে মিথুন সহ ভাগ্য ফিরছে কাদের?
Updated: 15 Jun 2024, 06:00 PM ISTমালিকা রাজযোগ কোন তিনটি রাশিতে লাভবান করে তুলছে? জ... more
মালিকা রাজযোগ কোন তিনটি রাশিতে লাভবান করে তুলছে? জ্যোতিষমতে জানুন ভাগ্যবান কারা।
জ্যোতিষশাস্ত্র মতে প্রতিটি গ্রহেরই একটি নির্দিষ্ট সময় অন্তর স্থান পরিবর্তন হয়। যার ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখেন। সদ্য ১৪ জুন মিথুন রাশিতে প্রবেশ করেছে বুধ। ১৯ জুন পর্যন্ত বুধ এই রাশিতে থাকছেন। ১৫ জন মিথুনে সূর্যের প্রবেশ। তারফলে মিথুনে বুধাদিত্য যোগ সহ বহু শুভ যোগ তৈরি হবে। এদিকে, একই সারিতে যদি কোনও তিনটি গ্রহ থাকে, তাহলে জ্যোতিষ মতে মালিকা যোগ তৈরি হয়। বর্তমানে মিথুনে সূর্য, শুক্র, বুধ বিরাজের ফলে তৈরি হচ্ছে শুভ যোগ।
পরবর্তী ফটো গ্যালারি