জ্যোতিষশাস্ত্রমতে মহালক্ষ্মী রাজযোগের মাহাত্ম্যই আলাদা। গ্রহরা নিজের মতো করে নিশ্চিত সময় পর পর নানান অবস্থানে থাকে। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাবের মুখ দেখেন। গ্রহদের অবস্থানের ফলে এক একটি রাশিতে এক একটি নতুন যুতি বা গোচরও হয়। আসন্ন সময়ে রয়েছে, মঙ্গল আর চন্দ্রের যুতি। মঙ্গল আর চন্দ্রের যুতির ফলে বহু রাশির জাতক জাতিকার ওপর প্রভাব পড়তে চলেছে। বর্তমানে মঙ্গল রয়েছেন কর্কট রাশিতে। এরপর তিনি যাবেন মিথুনে। মিথুনে আসবেন চন্দ্রও। তারফলে তৈরি হবে মহালক্ষ্মী যোগ। এই যোগে কারা লাকি হবেন, দেখে নিন।
কর্কট
আপনার সব কাজে আসবে আপার সাফল্য। চাকরিতে বদলের সম্ভাবনা রয়েছে। চাকরিতে খুব সাফল্য পেতে পারেন। ব্যবসায় লাভ হবে। আপনার তৈরি করা কোনও রণনীতি এই সময় সাফল্য দেবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। মা লক্ষ্মীর বিশেষ কৃপাধন্য হবেন আপনি। প্রেম জীবন ভালো হবে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক আগের থেকে ভালো হবে।
সিংহ
মহালক্ষ্মী যোগ বিভিন্ন ধরনের খুশি, আনন্দ নিয়ে আসতে চলেছে। এই রাশির জাতক জাতিকার উপর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে। এই সময় খুবই টাকা রোজগার করতে পারবেন। একটু বয়স্করা মা, বাবার বিশেষ সহযোগিতা পাবেন কোনও কাজে। আধ্যাত্মের প্রতি ঝোঁক বাড়বে। ব্যবসা ভালোর দিকে যাবে। কোনও তীর্থ যাত্রায় যেতে পারেন। মান সম্মান বাড়বে। সম্পর্ক ভালোর দিকে যাবে।
কুম্ভ
এই রাশির জাতক, জাতিকারা খুবই লাভ পাবেন। সব ক্ষেত্রে অপার সাফল্য পাবেন। আধ্যাত্মের দিকে আপনার ঝোঁক বাড়বে। জাতক জাতিকারা খুবই টাকা রোজগার করতে পারবেন। কেরিয়ারের দিক থেকে ভালো লাভ পাবেন। বেতন বৃদ্ধি হতে পারে। ব্যবসায় ভালো মুনাফা হবে। অংশীদারির ব্যবসায় খুব লাভ পাবেন। পৈতৃক সম্পত্তি থেকে কোনও লাভের যোগ আসবে। স্বাস্থ্য ভালো থাকবে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে।
কবে রয়েছে এই যোগ?
৮ ফেব্রুয়ারি সকাল ৬.২০ মিনিটে চন্দ্র চলে আসবেন মিথুনে। সেখানে আগে থেকেই থাকবেন মঙ্গল। এই সময় তৈরি হবে এক অদ্ভুত যোগ। সেটিই মহালক্ষ্মী যোগ।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )