বৈদিক জ্যোতিষ অনুসারে বলা হচ্ছে, ১৩ জানুয়ারি ২০২৩ সালে হতে চলেছে মঙ্গলের গোচর। এই অবস্থায় থেকে ১২ টি রাশিকে প্রভাবিত করতে চলেছে মঙ্গলের গোচর। ১৩ জানুয়ারি ১২ টা বেজে ৭ মিনিটে এই গোচর সম্পন্ন হবে, সেই অনুযায়ী দেখে নেওয়া যাক, কোন কোন রাশির জাতক জাতিকারা এই গোচর থেকে হবেন লাভবান।
1/5বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে মঙ্গলের গোচরে একাধিক রাশির জাতক জাতিকারা খুবই লাভবান হতে চলেছেন। ২০২৩ সালে জানুয়ারির মাঝামাঝি মঙ্গলের গোচর সম্পন্ন হতে চলেছে। এতে লাভবান হতে পারেন একাধিক জাতক জাতিকা, অর্থ, থেকে প্রেম, সংসারে শান্তি থেকে সমৃদ্ধি সমস্তই আসতে চলেছে এই গোচরের হাত ধরে।
2/5বৈদিক জ্যোতিষ অনুসারে বলা হচ্ছে, ১৩ জানুয়ারি ২০২৩ সালে হতে চলেছে মঙ্গলের গোচর। এই অবস্থায় থেকে ১২ টি রাশিকে প্রভাবিত করতে চলেছে মঙ্গলের গোচর। ১৩ জানুয়ারি ১২ টা বেজে ৭ মিনিটে এই গোচর সম্পন্ন হবে, সেই অনুযায়ী দেখে নেওয়া যাক, কোন কোন রাশির জাতক জাতিকারা এই গোচর থেকে হবেন লাভবান।
3/5ধনু- জাতকদের কোষ্ঠীতে মঙ্গলদেব পঞ্চম ও ষষ্ঠভাবে রয়েছেন। কোনও আইনি ঝামেলায় আপনি পড়ে থাকলে, মামলার রায় আপনার পক্ষে আসতে পারে। এই সময় আপনার স্বাস্থ্যও ভালো থাকতে পারে। প্রতিযোগিতার পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া পরীক্ষার্থীরা ভালো ফলাফল পেতে পারেন। কোনও যাত্রায় যাওয়ার জন্য যদি পরিকল্পনা করা হয়, তাহলে তা সফল হবে।
4/5মকর- মঙ্গলদেবের কৃপায় এই রাশির জাতক জাতিকারা খুবই লাভবান হতে চলেছেন। ছাত্রদের সময়কাল এই সময় ভালো হবে। শিক্ষা সংক্রান্ত সমস্যা ঘুচে যাবে। আর্থিক কষ্টও লাঘব হবে। কোনও লম্বা বিবাদ থেকে পাবেন মুক্তি। গর্ভবতী মহিলাদের জন্য এই সময় খুবই ভালো।
5/5কুম্ভ-বহুদিন ধরে চলা সমস্যার সহজে সমাধান হতে পারে। কর্মস্থলে আপনার সমস্ত কাজ আগের থেকে ভালো হবে। আর্থিক কোনও লক্ষ্য পূরণ করতে চাইলে তা তাড়াতাড়ি সম্পন্ন হবে। চাকরির ভালো সুযোগ পেতে পারেন। দাম্পত্য প্রেম মজবুত হবে। আপনার বহু ইচ্ছা পূরণ হতে পারে। বহু ধরমের লাভ পেতে পারেন। (এই তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)