মঙ্গলের কর্কট রাশিতে প্রবেশের ফলে ১০ মে থেকে বহু রাশি লাভের মুখ দেখতে চলেছে। এর আগে, মঙ্গল ও বুধ মিথুন রাশিতে অবস্থান করছিল। উল্লেখ্য, জীবনের কঠিন পরিশ্রম ও সাহস যোগাতে মঙ্গলের প্রভাব বেশ গুরুত্বপূর্ণ। এই মঙ্গলের এই বিশেষ রাশি পরিবর্তনের ফলে কোন কোন রাশিতে সবচেয়ে বেশি শুভ প্রভাব পড়বে তা দেখা যাক।
1/6বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে মে মাসে একাধিক গ্রহের রাশি পরিবর্তন রয়েছে। মে মাসের প্রথমে ও বৈশাখের শেষের দিকের এই সময়ে একাধিক গ্রহের রাশি পরিবর্তন রয়েছে। রাত পোহালেই ১০ মে রয়েছে মঙ্গলের কর্কট রাশিতে প্রবেশের যোগ। তার ফলে বহু রাশি লাভের মুখ দেখতে চলেছে। দেখে নেওয়া যাক, কারা এই লাভবান হওয়ার তালিকায় রয়েছেন। (HT_PRINT)
2/6মঙ্গলের কর্কট রাশিতে প্রবেশের ফলে ১০ মে থেকে বহু রাশি লাভের মুখ দেখতে চলেছে। এর আগে, মঙ্গল ও বুধ মিথুন রাশিতে অবস্থান করছিল। উল্লেখ্য, জীবনের কঠিন পরিশ্রম ও সাহস যোগাতে মঙ্গলের প্রভাব বেশ গুরুত্বপূর্ণ। এই মঙ্গলের এই বিশেষ রাশি পরিবর্তনের ফলে কোন কোন রাশিতে সবচেয়ে বেশি শুভ প্রভাব পড়বে তা দেখা যাক। (HT_PRINT)
3/6মেষ- মঙ্গলের রাশি পরিবর্তন মেষের চতুর্থ ঘরে হবে। এই সময় আপনার বাড়িতে নতুন যান আসতে পারে। কিনতে পারেন কোনও সম্পত্তি। বাড়ির পরিবেশ মনোরম থাকবে। পেশাগত জীবনে আসবে সাফল্য। কর্মক্ষেত্রে শুভ সময় আসবে। ছবিটি প্রতীকী (সৌজন্য ফেসবুক) (HT_PRINT)
4/6বৃষ- আপনার জন্য এই সিদ্ধান্ত একটি বড় ঘটনা। পুরনো কোনও কাজই অসফল হবে না। ধনলাভ হতে পারে। অনেকের ঋণ আপনি চোকাতে পারেন। বাড়ির পরিস্থিতি আগের চেয়ে ভালো হবে। অফিসেও সকলের সঙ্গে থাকবে ভালো সম্পর্ক। অফিসে মান সম্মান বাড়বে। আধিকারিকরা খুশি হবেন। (HT_PRINT)
5/6মিথুন- এই গোচর আপনাদের দারুন সাফল্য দেবে। আপনার অংশিদারের থেকে আপনার লাভ হবে। রোজের জীবনে হবে লাভ। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। অফিসে হবে মান সম্মান বৃদ্ধি। আপনাদের আর্থিক লাভ হবে। আপনি কোনও শুভ খবর পেতে পারেন। প্রতীকী ছবি (HT_PRINT)
6/6কর্কট- সব কাজে সঙ্গ দেবে ভাগ্য। আটকে থাকা টাকা ফেরত পাবেন। কয়েকটি শারীরিক সমস্যা শরীরকে চেপে ধরতে পারে। তবে তা থেকে রেহাইও পেতে পারেন। কোথাও নতুন লগ্নি লাভদায়ক হতে পারে। মান সম্মান বাড়বে। দাম্পত্য জীবনে আসবে সুখ। ( এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) (HT_PRINT)