মঙ্গলকে জ্যোতিষশাস্ত্রে গ্রহের সেনাপতি হিসেবে বিবেচনা করা হয়। আজ সেই মঙ্গল গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে। আগামী ৫০ দিন ওই রাশিতেই থাকবেন মঙ্গল। সেই গোচরের ফলে চার রাশির জাতকদের অর্থের জোয়ার আসছে। কেটে যাবে যাবতীয় সমস্যা। কোন কোন রাশির জাতকদের ভালো সময় শুরু হচ্ছে, তা দেখে নিন -
1/5আজ মঙ্গলের রাশি পরিবর্তন হচ্ছে। জ্যোতিষশস্ত্র অনুযায়ী, গত ১৩ মার্চ মিথুন রাশিতে প্রবেশের পর অবশেষে আজ মঙ্গলের রাশি পরিবর্তন হবে। আজ দুপুর ২ টো ১৩ মিনিটে কর্কট রাশিতে মঙ্গলের গোচর হতে চলেছে। তারপর ৩০ জুন পর্যন্ত ওই রাশিতেই থাকবেন।
2/5মেষ রাশি- মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে মেষ রাশির জাতকদের যাবতীয় চিন্তা কেটে যাবে। মন-মেজাজ একেবারে ফুরফুরে থাকবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মেষ রাশির যে স্থানে মঙ্গলের গোচর হবে, তাতে মেষ রাশির জাতকদের আর্থিক উন্নতি হবে। টাকা জমানোর পরিকল্পনা সফল হবে। সঞ্চিত অর্থের পরিমাণও বাড়বে। সম্পত্তি থেকে লাভবান হতে পারেন। কর্মক্ষেত্রে সিনিয়রদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। তাঁদের স্নেহধন্য হবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
3/5কর্কট রাশি- কর্কট রাশিতেই গোচর হবে মঙ্গলের। তাই আজ থেকে কর্কট রাশির জাতকদের ধনলাভ হবে। যাঁরা ধার-দেনা করেছিলেন, তাঁরা এবার সেই টাকা শোধ করে দিতে পারবেন। জীবনে আনন্দের পরিবেশ থাকবে। অফিসে মান-সম্মান বাড়বে। চাকরিতে উন্নতি হবে। আটকে থাকা কোনও কাজ শেষ হবে। তাতে প্রসন্ন হবেন উচ্চপদস্থ আধিকারিকরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
4/5বৃশ্চিক রাশি- মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে বৃশ্চিক রাশির জাতকদের অনুকূল সময় শুরু হবে। বৃশ্চিক রাশির জাতকদের যে পারিবারিক সমস্যা চলছিল, তা মঙ্গলের গোচরের ফলে কেটে যাবে। আর্থিক লাভ হবে বৃশ্চিক রাশির জাতকদের। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বৃশ্চিক রাশির জাতকরা শুভ ফল লাভ করবেন। জীবনে সাফল্য লাভ করবেন। দৈনন্দিন কাজে বড়সড় সাফল্য মিলবে। অংশীদারিত্বের কাজে মুনাফা বৃদ্ধি পাবে। অফিসে সম্মান বাড়বে।
5/5মকর রাশি- মঙ্গলের গোচরের ফলে মকর রাশির জাতকরা ভাগ্যের সহায়তা পাবেন। আটকে থাকা অর্থ ফেরত পাবেন। নয়া কোনও পরিকল্পনা করলে ভবিষ্যতে লাভবান হবেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, দাম্পত্য জীবন সুখকর হবে। ভাগ্যোদয় হবে মকর রাশির জাতকদের। ধনপ্রাপ্তি হবে। আর্থিক অবস্থার উন্নতি হবে মকর রাশির জাতকদের।