১৩ মার্চ ভোর ৫ টা ৪৭ মিনিটে এই গোচর হতে চলেছে। এই মিথুন রাশিতে মঙ্গল ৫ এপ্রিল পর্যন্ত অবস্থান করবে। এরফলে ১২ রাশিতেই কম বেশি প্রভাব পড়বে।তবে বিশেষ ৪ টি রাশিতে এর প্রভাব সবচেয়ে বেশি পড়তে চলেছে।
1/6বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে খুব শিগগিরিই মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে মঙ্গল। এই গোচরের ফলে একাধিক রাশিতে শুভ প্রভাব পড়তে চলেছে। কিছু কিছু রাশিতে তার অশুভ প্রভাবও পড়তে পারে। উল্লেখ্য গ্রহের এই গোচরের ফলে একাধিক রাশিতে কিছু না কিছু প্রভাব পড়তে চলেছে। (HT_PRINT)
2/6১৩ মার্চ ভোর ৫ টা ৪৭ মিনিটে এই গোচর হতে চলেছে। এই মিথুন রাশিতে মঙ্গল ৫ এপ্রিল পর্যন্ত অবস্থান করবে। এরফলে ১২ রাশিতেই কম বেশি প্রভাব পড়বে।তবে বিশেষ ৪ টি রাশিতে এর প্রভাব সবচেয়ে বেশি পড়তে চলেছে। (HT_PRINT)
3/6মিথুন- ব্যবসায়িক দিক থেকে এই সময়কাল খুবই ভালো কাটতে চলেছে। কোনও কোনও ক্ষেত্রে আপনি আগ্রাসী হয়ে পড়তে পারেন। কিছু ক্ষেত্রে আপনার কথা বলার ধরণের জেরে বিভ্রান্তি তৈরি হতে পারে, তবে অফিসের সকলের থেকে পেতে পারেন সমর্থন। মায়ের সমর্থন পাবেন সব কাজে। (HT_PRINT)
4/6সিংহ- এই সময়কালে আপনার বাবা মায়ের মধ্যে সম্পর্ক ভালো হবে, আপনার সঙ্গে তাঁদের সম্পর্কও ভালো হবে আগের থেকে। আপনার সামাজিকতা আগের থেকে অনেকটাই ভালো হবে। ব্যবসার বিস্তার হতে পারে এই সময়। ভাই বোনদের থেকে পাবেন সম্পূর্ণ সমর্থন। (HT_PRINT)
5/6কন্যা- পেশাগত জীবনে আপনি আগের থেকে অনেকটাই উন্নতি করত পারবেন। বন্ধুদের উপেক্ষা করে কোনও কাজ করতে পারেন, যাতে আপনার উন্নতি হবে না। পেশাগত জীবনে মগ্ন থাকতে গিয়ে কোনও কারণে পরিবারের দিক থেকে নজর সরাবেন না। (HT_PRINT)
6/6ধনু- অবিবাহিতদের জন্য ভালো খবর আসতে পারে। যদি বিয়ে নিয়ে আশায় থাকেন, তাহলে এই সময়ে ভালো যোগ রয়েছে বিয়ের ব্যাপারে। বিবাহিতদের জন্য এই সময়কাল খুূবই অনুকূল। আপনার মানসিক শান্তি বিঘ্নিত করতে পারেন আপনার সঙ্গী। (এই প্রতিবেদনের তথ্য মান্যতাধর্মী। এর সত্যতার দাবি করে না হিন্দুস্তান টাইমস বাংলা।) (HT_PRINT)