বৈদিক জ্যোতিষশাস্ত্রমতে সেনাপতি মঙ্গলের গোচরে বিপুল প্রভাব পড়ে জনমানসে। এর প্রভাব দেশ দুনিয়াতে দেখা যায়। তবে মানুষের জীবনেও এর কম প্রভাব পড়ে না। রবিবার ১২ জানুয়ারি গ্রহদের সেনাপতি মঙ্গল, পুষ্য নক্ষত্র থেকে বেরিয়ে পুনর্বাসু নক্ষত্রে প্রবেশ করেছেন। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। পুনর্বাসুর স্বামীগ্রহ বৃহস্পতি। আর সেখানেই প্রবেশ করে গিয়েছেন মঙ্গল। এর ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পাচ্ছেন। কারা কারা লাকি, দেখে নিন।
মেষ
এই সময় আপনার আয় বাড়বে। পুরনো বিনিয়োগ থেকে লাভ পাবেন। কোথাও আটকে থাকা টাকা এবার হাতে পাবেন। আয়ের নতুন নতুন রাস্তা তৈরি হবে। জমি বা সম্পত্তির সঙ্গে জড়িত ক্ষেত্রে বিনিয়োগ থেকে লাভ পাবেন। ব্যবসায়ীরা কোনও বড় ডিল করতে পারেন। এই সময়কাল কোনও চুক্তির জন্য শুভ। এই সময় সব দিক থেকে ইতিবাচক দিক উঠে আসবে। পারিবারিক জীবন সফল হবে।
সিংহ
এই সময় যাঁরা বেকার, তাঁরা পাবেন চাকরি। এই সময় আপনার সাহস আর পরাক্রমে বৃদ্ধি হতে পারে। এই সময় কোনও গাড়ি বা জমি কেনার মন তৈরি করে নিতে পারেন। চাকরিতে এই সময় ইতিবাচক প্রভাব পড়তে পারে। প্রমোশনের নতুন নতুন যোগ তৈরি হতে পারে। উচ্চ আধিকারিকদের সহযোগিতা পাবেন। কর্মক্ষেত্রে আপনার সহযোগিতার পরিচিতি হবে। বেতন বাড়বে। বিবাহিতদের জীবন ভালো কাটবে।
বৃশ্চিক
মঙ্গল গ্রহের নক্ষত্র পরিবর্তন লাভদায়ক হবে। এই সময় কোনও গাড়ি বা সম্পত্তি কিনতে পারেন। পৈতৃক সম্পত্তি থেকে লাভ হবে। নতুন কোনও যোজনায় এই সময় কাজ শুরু হতে পারে। সময় খুবই ভালো। আপনার দূরদৃষ্টি আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আগের থেকে ভালো দিকে যাবে। ব্যবসায় বিস্তার হবে। কোথাও দেশ বিদেশে ঘুরতে যেতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় যাঁরা বসছেন, তাঁরা পাবেন লাভ।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্য়তা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )