জ্যোতিষশাস্ত্রমতে মঙ্গল হল, পরাক্রম, সাহস, যুদ্ধ, উৎসাহের কারক। এই মঙ্গলের গোচরের ফলে একাধিক রাশির ভাগ্যে উজ্জ্বলতা আসে। আবার কারোর ভাগ্যে মঙ্গল সঠিক জায়গায় না থাকলে, তা খুব একটা ভালো ফল দেয় না। মঙ্গল প্রায় প্রতি ৪০ থেকে ৪৫ দিনে একবার রাশি পরিবর্তন করে নেয়। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে থাকেন। আজ মঙ্গলবার, সদ্য মঙ্গল পরিবর্তন করেছেন রাশি। আজ, ২১ জানুয়ারি, ২০২৫ সকাল ৮ টা ০৪ মিনিটে মঙ্গল, মিথুন রাশিতে প্রবেশ করেছেন। এই মিথুন রাশির স্বামীগ্রহ হলেন বুধ। দেখা যাক, বুধের রাশিতে প্রবেশ করে মঙ্গল কী কী লাভ করল।
মেষ
এই সময় থেকে হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস নিজের সঙ্গে পাবেন। আপনার আত্মবিশ্বাসের সম্ভাবনা বাড়বে। কেরিয়ারে কোনও দ্রুত উন্নতির যোগ দেখা যাবে। আপনার আর্থিক লাভ হু হু করে তৈরি হবে। কেরিয়ারের দিক থেকে কোনও বড় অভিজ্ঞতা আপনার ঝুলিতে আসবে। কর্মক্ষেত্রে কোনও বড় অভিজ্ঞতা আপনার ভাগ্যে যাবে। আমদানি বাড়বে। সমাজে মান সম্মান হু হু করে বাড়তে থাকবে। বিভিন্ন দিক থেকে আসবে লাভ।
সিংহ
মঙ্গলদেব সিংহ রাশির চতুর্থ আর নবমভাবে বিরাজ করবেন। এই সময়, জমি, বাড়ি সুখ সুবিধা সম্পর্কিত কোনও লাভ আসবে আপনার ভাগ্যে। জীবনে অনেক সুযোগ আসবে। অনেক ইচ্ছা পূরণ হবে এই সময়। রোজগার আর কেরিয়ারের দিক থেকে নতুন নতুন সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে প্রমোশন থেকে লাভ পাবেন। ব্যবসায়ীদের জন্য কোনও নতুন প্রজেক্ট থেকে লাভ আসতে পারে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে।
কন্যা
নতুন কোনও অভিজ্ঞতা পাবেন এই সময়। সব কাজে সৌভাগ্য পাবেন। কর্মক্ষেত্রে নতুন নতুন অভিজ্ঞতার মুখে পড়বেন। ব্যবসায়ীদের কাজে মুনাফা হবে। আপনার পেশাগত জীবন আগের থেকে ভালোর দিকে যাবে।
মীন
কেরিয়ারের দিক থেকে এই সময়কাল খুবই ভালো। কিছু নতুন জিনিস এই সময় পাবেন। ভাগ্যের সঙ্গত পাবেন এই সময়। নতুন চাকরির খোঁজ করলে, তাও পেয়ে যাবেন। এই সময় জাতক জাতিকারা পৈতৃক সম্পত্তি থেকে লাভ পাবেন। ব্যবসায়ীদের ব্যবসায় মুনাফা ভালো হবে। প্রেম জীবন আগের থেকে উন্নতির দিকে যাবে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালোর দিকে এগোতে থাকবে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )