মকর সংক্রান্তির সময়কালে বিভিন্ন গ্রহের গতিবিধিতে একাধিক গ্রহের জাতক জাতিকারা শুভ সময়ের মুখ দেখতে চলেছেন। আসন্ন মঙ্গলের মার্গী চালে কোন কোন রাশিতে শুভ প্রভাব পড়তে চলেছে দেখে নেওয়া যাক। ৪৮ ঘণ্টা পর থেকে অর্থাৎ ১৩ জানুয়ারি থেকে কোন কোন রাশির জাতক জাতিকার শুভ সময় শুরু হবে দেখা যাক।
1/5বৈদিক জ্যোতিষ অনুসারে একটি নির্দিষ্ট সময় পর পর প্রতিটি গ্রহই মার্গী ও বক্রী হয়। তেমন ভাবেই আর ৪৮ ঘণ্টা বাদে মঙ্গল গ্রহ বৃষ রাশিতে মার্গী হতে চলেছে। যার প্রভাব মানবজীবনে হতে পারে। এর প্রভাব যেকোনও গ্রহের জন্য শুভ হতে পারে।
2/5মকর সংক্রান্তির সময়কালে বিভিন্ন গ্রহের গতিবিধিতে একাধিক গ্রহের জাতক জাতিকারা শুভ সময়ের মুখ দেখতে চলেছেন। আসন্ন মঙ্গলের মার্গী চালে কোন কোন রাশিতে শুভ প্রভাব পড়তে চলেছে দেখে নেওয়া যাক। ৪৮ ঘণ্টা পর থেকে অর্থাৎ ১৩ জানুয়ারি থেকে কোন কোন রাশির জাতক জাতিকার শুভ সময় শুরু হবে দেখা যাক।
3/5বৃশ্চিক-আপনাদের জন্য মঙ্গল গ্রহের মার্গী হওয়া খুবই লাভদায়ক। কারণ মঙ্গলগ্রহ আপনাদের রাশির সপ্তমস্থানে থাকে। বৈবাহিক জীবনে আগের চেয়ে অনেকটাই উন্নতি হবে। কোনও অংশিদারির ব্যবসা করতে চাইলে তা এখন ভালো ফল দেবে। আত্মবিশ্বাস বাড়বে। কর্মস্থলে বাড়বে দায়িত্ব।অবিবাহিতদের বিয়ের যোগ আসন্ন।
4/5তুলা- মঙ্গলের গ্রহের মার্গী অবস্থার জেরে আপনাদের রাশিতে একাধিক সময়ে আসতে চলেছে সুফল। কোনও স্বাস্থ্য সংকট থেকে এই সময় পেতে পারেন মুক্তি। গবেষণা ক্ষেত্রের সঙ্গে জড়িতরা ভালো সময় দেখতে চলেছেন। ধার্মিক বা মাঙ্গলিক কাজ ভালো হবে। কোথাও টাকা বিনিয়োগ করলে পাবেন ফল। লাভের সুযোগ পেতে থাকবেন।
5/5মীন- মঙ্গলের মার্গী গোচরের ফলে একাধিক রাশিতে তার সুপ্রভাব প়তে শুরু করবে। যাঁরা চাকরিরত তাঁদের জন্য আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে। কর্মস্থলে আপনার ভালো সময় কাটতে চলেছে। আপনার প্রভাবে অনেক কয়টি ভালো কাজ হবে। ভাই বোনদের সহযোগিতা প্রাপ্ত হবে। বহু দিন ধরে আটকে থাকা কাজও সম্পূর্ণ হতে চলেছে আজ। (এই প্রতিবেদন মান্যতা ধর্মী। এর সত্যতার দাবি করে না হিন্দুস্তান টাইমস বাংলা। )এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup