জ্যোতিষমত অনুসারে ১৩ জানুয়ারি, ২০২৩ সালে মঙ্গলদেব বৃষরাশিতে মার্গী হতে চলেছেন। আর সেখানে আগামী ২ মাস অবস্থান করবেন। তারফলে একাধিক রাশিতে শুভ প্রভাব পড়তে চলেছে। পরবর্তী সময়ে ১৩ মার্চ মঙ্গলদেব নিজের অবস্থান পাল্টে দেবেন। একনজরে দেখা যাক, কোন কোন রাশি মঙ্গলের এই মার্গী অবস্থার সময়ের প্রভাব পড়বে।
1/5বৈদিক জ্যোতিষমতে, নতুন বছরে একাধিক গ্রহের গোচরের ফলে বহু রাশির জাতক জাতিকারা প্রভাবিত হতে চলেছেন। তারই মধ্যে অন্যতম মঙ্গলের বিশেষ গোচর। মঙ্গলের বিশেষ গোচরের ফলে ১২ রাশিতে প্রভাব পড়লেও, সবচেয়ে বেশি প্রভাব পড়তে চলেছে ৩ বিশেষ রাশিতে।
2/5জ্যোতিষমত অনুসারে ১৩ জানুয়ারি, ২০২৩ সালে মঙ্গলদেব বৃষরাশিতে মার্গী হতে চলেছেন। আর সেখানে আগামী ২ মাস অবস্থান করবেন। তারফলে একাধিক রাশিতে শুভ প্রভাব পড়তে চলেছে। পরবর্তী সময়ে ১৩ মার্চ মঙ্গলদেব নিজের অবস্থান পাল্টে দেবেন। একনজরে দেখা যাক, কোন কোন রাশি মঙ্গলের এই মার্গী অবস্থার সময়ের প্রভাব পড়বে।
3/5মেষ-জ্যোতিষশাস্ত্রমতে, মঙ্গলদেব মার্গী হতেই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে শুভ সময় পড়তে চলেছে। ধন সম্পত্তির দিক খেয়াল রাখুন। বিভিন্ন বিবাদে পড়ে যেতে পারেন। পরীক্ষার্থীরা সাবধানে চলাফেরা করুন। মনসংযোগ শুধু পড়াশোনায় রাখলে পাবেন উপকার। প্রতীকী ছবি
4/5মিথুন-মঙ্গলদেবের রাশি পরিবর্তনের ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে ব্যাপক প্রভাব পড়তে পারে। পারিবারিক বিবাদ থেকে দূরে থাকুন। আর্থিক দিক সামলে রাখুন। বৈবাহিক জীবনে সমস্যা বিবাদ লেগে থাকতে পারে। : ছবিটি প্রতীকী (সৌজন্য ফেসবুক)
5/5কর্কট-মঙ্গলদেব মার্গী হতেই একাধিক রাশিতে পড়তে চলেছে প্রভাব। তারইমধ্যে কর্কট রাশিতে আয় বৃদ্ধি হবে। আর্থিক উন্নতি হবে। কর্মস্থলে উন্নতি রয়েছে। প্রতিষ্ঠা পাবেন সামাজিক জীবনে। ধনলাভ হবে। নানান লক্ষ্য প্রাপ্তি হবে। (এই তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।) (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)