বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, মঙ্গল হলেন, সাহস, ভূমি, পরাক্রম সহ একাধিক জিনিসের কারক। মঙ্গল গ্রহকে সেনাপতি মনে করা হয়। ফলে মঙ্গলের সামান্য পরিবর্তনও নানানভাবে মানুষের জীবনে প্রভাব ফেলে। আসছে মঙ্গলের নক্ষত্র গোচর। মঙ্গল খুব শিগগিরই পুনর্বাসু নক্ষত্র থেকে যাবেন পুষ্য নক্ষত্রে। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। তবে মঙ্গলের এই নক্ষত্র গোচরের ফলে তৈরি হবে মঙ্গল পুষ্য যোগ। মঙ্গল পুষ্য যোগ কবে তৈরি হবে? তার আগে দেখে নিন এরফলে লাভের মুখ দেখবেন কারা?
বৃষ
এই রাশির জাতক জাতিকারা সব ক্ষেত্রে পাবেন সাফল্য। এই সময় হতে পারে ধনলাভ। কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে, অপার সাফল্য পেতে পারেন। খুবই ধনলাভের যোগ রয়েছে। চাকরিতে স্থান পরিবর্তনের যোগ রয়েছে। ব্যবসায় হবে লাভ। মুনাফার টাকা আসবে ঘরে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। টাকা রোজগারের সঙ্গে সঙ্গে সঞ্চয়ও করতে পারবেন। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। প্রেম জীবন ভালো কাটবে। পার্টনারের সঙ্গে ভালো সময় কাটবে।
কর্কট
মঙ্গল পুষ্য যোগে এই রাশির জাতক জাতিকারা বিভিন্নভাবে লাভ পাবেন। জাতক জাতিকারা চাকরির দিক থেকে বেশ কিছুটা লাভ পাবেন। চাকরিতে কোনও সুযোগ পেতে পারেন। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। স্বাস্থ্য ভালো থাকবে। ব্যবসা এনে দেবে লাভ। স্টক মার্কেটের মাধ্যমে আপনি মুনাফা পাবেন।
কন্যা
এই সময় জাতক জাতিকারা পৈতৃক সম্পত্তির মাধ্যমে কিছু অর্জন করতে পারেন। হঠাৎ করেও সম্পত্তি হাতে চলে আসতে পারে। পরিশ্রমের দ্বারা কিছু পেতে পারেন। ব্যবসার জন্য় সময় ভালো। এই ব্যবসার ক্ষেত্রে আপনার উজ্জ্বলতা স্পষ্ট হবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। টাকা সঞ্চয় করতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে আপনি থাকবেন ফিট।
কবে রয়েছে মঙ্গলপুষ্য যোগ?
১২ এপ্রিল, ২০২৫ এ সকাল ৬ টা ৩২ মিনিটে মঙ্গল, প্রবেশ করবেন পুষ্য নক্ষত্রে। তখনই তৈরি হবে মঙ্গলপুষ্য যোগ। এরফলে কিছু রাশির জাতক জাতিকারা বিপুল ধনলাভ করবেন।
( এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)