বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গলদেবের গোচরের ফলে বহু রাশির জাতক জাতিকাদের ভাগ্যে নানান রকমের পরিবর্তন ঘটে যায়। আসন্ন সময়ে মঙ্গলের রাশি পরিবর্তনের সময়কাল আসছে। বৈদিক জ্যোতিষশাস্ত্রমতে, বাংলা নববর্ষের আগেই মঙ্গলের গোচর রয়েছে। তারফলে এক সপ্তাহ পর থেকেই লাভের মুখ দেখতে চলেছেন একাধিক রাশির জাতক জাতিকারা। কবে রয়েছে মঙ্গলের গোচর? তা দেখার আগে, দেখে নিন মঙ্গলের গোচরে ভাগ্যবান কারা?
কন্যা
মঙ্গলের গোচরের ফলে রাশি পরিবর্তন কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সুখবর নিয়ে আসতে চলেছে। গোচরের এই সময়কালে আপনার ভাগ্যে আর্থিক উন্নতি দেখা যাবে। আয় আগের থেকে বাড়তে পারে। ব্যবসায়ীরা ভালো মুনাফা করবেন। আর্থিক পক্ষ আগের থেকে ভালোর দিকে যাবে। আপনার কাদের দিক থেকেও আসবে উন্নতি। অফিসে আপনার প্রশংসা তুঙ্গে থাকবে। মান সম্মান বাড়তে শুরু করতে পারে। ব্যবসায়ীরা নতুন ব্যবসায়িক ডিল করতে পারেন।
( Surya grahan on Shani amavasya: শনি অমাবস্যায় ২০২৫র প্রথম সূর্যগ্রহণ! সৌভাগ্যের ফোয়ারা মেষ সহ ৫ রাশিতে)
তুলা
এই সময় নতুন চাকরির প্রস্তাব আসতে পারে। চাকরিতে কর্মরতদের পদোন্নতি হতে পারে। আপনার ব্যবসায়িক সম্মন্ধও আগের থেকে ভালোর দিকে যাবে। যার ফলে আপনার ভবিষ্যৎ আগের থেকে ভালো অবস্থানের দিকে যেতে পারে। ভবিষ্যতে আপনি পেতে পারেন লাভ। ব্যবসাতেও হতে পারে বিস্তার। সামাজিক সম্পর্কে আসবে জোর। আগের থেকে সামাজিক সম্পর্কগুলি জোরদার হতে পারে। আপনি অনেক নতুন নতুন কারোর সঙ্গে দেখা করতে পারেন। বহু ধরনের বিবাদ থেকে এবার পাবেন মুক্তি।
বৃশ্চিক
সরকারি টেন্ডার নিয়ে কেউ ঝুট ঝামেলায় থাকলে সুসময় আসতে পারে। এই সময় আপনি ভাগ্যের পুরো সঙ্গত পাবেন। সব কাজেই সৌভাগ্য আসতে পারে। বহুত দিন ধরে আটকে থাকা কাজ এবার সম্পন্ন হবে। এই সময় কোনও মাঙ্গলিক বা ধার্মিক কাজ করতে পারেন। যা আপনাকে সৌভাগ্য এনে দেবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিদ্যার্থীরা সব রকমের সহযোগিতা পেতে থাকবেন। কেরিয়ারের দিক থেকে পাবেন সাফল্য। আপনার বহু ইচ্ছা পূরণ হতে পারে এই সময়।
কবে রয়েছে মঙ্গলের গোচর?
মঙ্গলের গোচর রয়েছে ৩ এপ্রিল, ২০২৫ সালে। সেই সময় থেকেই বহু রাশির ভাগ্য খুলতে পারে বলে জ্যোতিষমত রয়েছে।
( এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)