বহু গ্রহের বক্রী চালকে কষ্টদায়ক মনে হয়। তবে মঙ্গল ... more
বহু গ্রহের বক্রী চালকে কষ্টদায়ক মনে হয়। তবে মঙ্গল বক্রী হতেই মহাপুরুষ রাজ যোগ শুরু হচ্ছে। জানুন বক্রী অবস্থায় মঙ্গল কোন কোন রাশির অর্থভাগ্য তুঙ্গে রাখতে শুরু করছে।
1/7গ্রহদের সেনাপতি মঙ্গল বৃষ রাশিতে ১৬ অক্টোবর প্রবেশ করেছিল। এরপর সদ্য ৩০ অক্টোবর সন্ধ্যে ৬ টা ৫৪ মিনিটে সেই গ্রহ বক্রী অবস্থানে অবস্থিত হতে শুরু করে। এই গ্রহের গতিবিধির ফলে একাধিক রাশিতে প্রভাব পড়তে শুরু করছে। মঙ্গলের এই উল্টো চালে ৪ রাশিতে সুপ্রভাব শুরু হচ্ছে।
2/7বহু গ্রহের বক্রী চালকে কষ্টদায়ক মনে হয়। তবে মঙ্গল বক্রী হতেই মহাপুরুষ রাজ যোগ শুরু হচ্ছে। জানুন বক্রী অবস্থায় মঙ্গল কোন কোন রাশির অর্থভাগ্য তুঙ্গে রাখতে শুরু করছে।
3/7বৃষ- মঙ্গলের বক্রী চাল বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য বেশ লাভদায়ক অবস্থানে রয়েছেন। এই সময় চাকরিরত ব্যক্তিদের সবচেয়ে লাভ। তাঁদের আয়ে হবে বৃদ্ধি। চাকরিতে আসবে উন্নতি। মান সম্মান বাড়তে শুরু করবে।
4/7সিংহ- সিংহ রাশির জাতক জাতিকার জন্য মঙ্গলের বক্রী চাল লাভদায়ক হতে পারে। এই সময় ভাগ্যের সম্পূর্ণ সহযোগিতা আপনারা পেতে পারবেন। প্রতিযোগিতা পরীক্ষায় সাফল্য যাঁরা পেতে চান সেই জাতক জাতিকারা এরফলে সাফল্য পেতে পারেন।
5/7কন্যা-কন্যা রাশির জাতক জাতিকার জন্য মঙ্গলের বক্রী চাল খুবই শুভ সময় নিয়ে আসতে চলেছে। ব্যবসায়ীরা মুনাফার মুখ দেখতে চলেছেন। চাকরি যাঁরা করছেন, তাঁদের আয় বাড়বে। গাড়ি কেনার উত্তম সময় এটি। সমাজে মান সম্মান প্রতিষ্ঠিত হবে।
6/7কুম্ভ- মঙ্গল গ্রহ কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাহস ও পরাক্রমের দিকটিকে আরও উন্নত করবে। এই সময় সব কাজ সহজে করে ফেলতে পারবেন। কর্মক্ষেত্রে আসতে পারে বদল। যে কাজে হাত দেবেন, তাতেই সাফল্য। ধনলাভ হতে পারে এই সময়। (এই তথ্য মান্যতা নির্ভর। এই তথ্য়ের সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।): ছবিটি প্রতীকী (সৌজন্য ফেসবুক)
7/7আয়কর আইন অনুযায়ী, এক আর্থিক বছরে যদি বোনাসের যোগফল রাশি ৫ হাজার টাকার গণ্ডি ছাড়িয়ে যায়, তাহলে তা করযোগ্য হয়ে যায়। তবে যদি পরিবারের কোনও সদস্যের থেকে যদি ৫০ হাজার টাকার কম নগদ উপহার রূপে পান, তাহলে তার উপর কর ধার্য হবে না। তবে ৫০ হাজারের গণ্ডি ছাড়িয়ে গেলে সেই উপহারের উপর কর ধার্য হবে। (ছবি প্রতীকী - পিক্স্যাবি)