জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গলের আলাদা মাহাত্ম্য রয়েছে। সেই মঙ্গলই এবার বক্রী অবস্থায় এগোতে চলেছে। তারফলে বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। বক্রী মঙ্গলের কৃপায় আর্থিক পরিস্থিতি অনেকেরই ভালো হয়। মঙ্গল যাঁদের কুণ্ডলীতে রয়েছে, তাঁদের কেরিয়ার আর আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো থাকতে চলেছে। আসন্ন ৭ ডিসেম্বর, শনিবারদিন মঙ্গল বক্রী চালে চলতে চলেছে। মঙ্গলের বক্রী চালে কী কী লাভ, বলে দিচ্ছে জ্যোতিষ গণনা
মঙ্গলবক্রীর সময়:- দৃক পঞ্চাঙ্গ অনুসারে ৭ ডিসেম্বর ভোর ৫ টা ১ মিনিটে মঙ্গল কর্কটে বক্রী রূপে প্রবেশ করতে চলেছে। আর এই অবস্থায় কর্কট ২৪ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত থাকবে। এরফলে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভ পাবেন? দেখে নিন।
কর্কট
এই সময় আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। কর্মস্থলে দারুন ভালো কাজ করবেন। বহু দিন ধরে যদি কোনও সমস্যা চলতে শুরু করে, তাহলে তা থেকে মুক্তি পাবেন। বাবা মায়ের থেকে আর্থিক কোনও মদত পাবেন। রোম্যান্টিক জীবনেও আনন্দ থাকবে। পার্টনারের সঙ্গে মজায় দিন কাটবে।
কন্যা
এই রাশির জাতক জাতিকাদের সমৃদ্ধি থাকবে তুঙ্গে। আমদানির নতুন রাস্তা খুলবে। বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। বন্ধুদের সম্পূর্ণ সহযোগিতা পাবেন। সব কাজে পাবেন তাঁদের সহযোগিতা। নিজের উৎসাহ উদ্দীপনা সঠিকভাবে ব্যবহার করুন। চাকরিরতদের প্রমোশন হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে। দাম্পত্য জীবনে সুখ থাকবে।
মকর
মঙ্গলের বক্রী অবস্থান মকর রাশির জাতক জাতিকার জন্য শুভ প্রমাণিত হতে চলেছে। আপনার পরিশ্রমের ফল মিলবে। ব্যবসায়ীদেরও ভালো সময় চলবে। ব্যবসায় কিছু জনের এই সময় শুভ। অনেকের জন্যই কোথাও যাত্রা শুভ প্রমাণিত হতে পারে। যাত্রায় অনেক ধরনের লাভ হতে পারে। ব্যবসায় হবে মুনাফা।
মীন
আটকে থাকা কাজ সম্পন্ন হবে এই সময়। কর্মস্থলে সকলে আপনার প্রশংসা করবেন। আত্মবিশ্বাস কয়েকগুণে বেড়ে যাবে। সমাজে আপনার পরিচিতি আসবে। চাকরি বদল করবেন ভাবলে, তা সম্পন্ন হবে। আপনার নানান রকমের ইচ্ছা পূরণ হবে এই সময়।