জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গল হলেন, সাহস, পরাক্রম, উৎসাহ, ভূমির কারক। জ্যোতিষশাস্ত্র অনুসারে, যখনই মঙ্গলের চাল বদল হয়, তখনই তার প্রভাব পড়তে থাকে। তবে কিছু রাশির জন্য বদল খুবই লাভদায়ক। বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে, ভূমিপুত্র মঙ্গল ২৪ ফেব্রুয়ারি ২০২৫ সালে মার্গী হচ্ছেন। সেই দিন কখন মার্গী হচ্ছেন মঙ্গল? তার জেরে বহু রাশির ভাগ্যে উন্নতির ছোঁয়া আসতে পারে। দেখা যাক, লাকি কারা?
মেষ
মঙ্গলের মার্গী হওয়া মেষ রাশির জন্য খুবই লাভদায়ী। আইনি মামলায় পেতে পারেন সাফল্য। ব্যবসার সঙ্গে জড়িতরা ভালো লাভ পেতে পারেন। চাকরিরতরা প্রমোশন বা বেতনবৃদ্ধির খবর পেতে পারেন। পরিবারে বজায় থাকতে পারে সুখ শান্তি। কোনও প্রজেক্টের প্ল্যানে যদি পরিশ্রম করতে থাকেন, তাহলে তার ফলাফল ভালো আসবে। সম্পর্কের দিক থেকে এই সময় জীবন ভালোর দিকে যাবে। জীবনসঙ্গীর সম্পূর্ণ সমর্থন পাবেন।
বৃষ
কোনও দামি জিনিসের কেনাকাটা করতে পারেন। কোনও নতুন বাড়ি, ঘর কেনার কথা যদি মনে করে থাকেন, তাহলে এই সময়টি আপনার জন্য একেবারে ঠিক। কোনও দামি জিনিসের খরিদারি করতে পারেন এই সময়। কোনও ভালো খবর পেতে পারেন। কোনও দির্ঘ মেয়াদি লগ্নি যদি করেন, তাহলে এই সময় খুবই শুভ। আপনার স্বাস্থ্যও এই সময় ভালো থাকতে পারে। এই সময় নিজেকে খুবই এনার্জেটিক মনে করতে পারেন।
সিংহ
সিংহ রাশির জাতক জাতিকার জন্য এই গোচর লাকি। যদি সরকারি চাকররি চেষ্টা করেন, তাহলে এই সময়কাল খুবই শুভ। পেতে পারেন সাফল্য। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম আরও বেশি সাফল্য আনবে। ব্যবসায়ীরা এই সময় ঘরে আনতে পারেন মুনাফা। কোথাও যাত্রার যোগ তৈরি হতে পারে। কোনও আইনি মামলা চললে তা থেকে রেহাই পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে কোনও বিশেষ কারোর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে পারে। বিবাহিতদের সম্পর্ক মজবুত হতে পারে।
২৪ ফেব্রুয়ারি কৎন মার্গী হবেন মঙ্গল?
২৪ ফেব্রুয়ারি ভোর ৫ টা ১৭ মিনিটে মিথুন রাশিতে মার্গী হবেন মঙ্গল। মঙ্গল হওয়ার ফলে কিছু কিছু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে পারেন।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )