বাংলা নিউজ > ভাগ্যলিপি > Bajrangbali Blessings Vastu Tips: সংসারে অর্থকষ্ট উঁকি দিচ্ছে? মঙ্গলবার বজরংবলীর পুজোয় এই সামগ্রী অর্পণ করতে ভুলবেন না

Bajrangbali Blessings Vastu Tips: সংসারে অর্থকষ্ট উঁকি দিচ্ছে? মঙ্গলবার বজরংবলীর পুজোয় এই সামগ্রী অর্পণ করতে ভুলবেন না

বজরংবলীর বিশেষ কৃপা পেতে মঙ্গলবারের পুজোয় তাঁকে অর্পণ করুন পান। এতে আর্থিক সংকট যেমন মোচন হবে, তেমনই সংসারে ফিরবে সুসময়। বলা হয়, মিষ্টি পান বজরংবলীকে অর্পণ করলে, তা অর্থভাগ্যকে তুঙ্গে রাখে। পানের খিলিতে লবঙ্গ দিতে ভুলবেন না, এতে দাম্পত্য সম্পর্ক ভালো হয়, বলে মত অনেকের।