জ্যোতিষশাস্ত্র মতে সনতন ধর্মে পূর্ণিমার তারিখের বিশেষ মাহাত্ম্য থাকে। তা ছাড়াও হিন্দু ধর্মে বহু পুজো এই পূর্ণিমা তিথিতে হয়। পূর্ণিমা তিথিতে বহু বাড়িতেই হয় সত্যনারায়ণ পুজো। এমন দিনে, অনেকেই ব্রত নেন। তাঁদের মনস্কামনাও হয় পূরণ। আসন্ন সময়ে রয়েছে বছরের শেষ পূর্ণিমা।
অগ্রহায়ণ মাস এবার শেষ হতে চলল। তার আগে, রয়েছে বছরের শেষ পূর্ণিমা। অগ্রহায়ণ মাসের পূর্ণিমায় অনেকেই আলাদা করে লক্ষ্মীদেবীর আরাধনা করেন। এছাড়াও এই সময় শ্রীবিষ্ণুরও আলাদা করে পুজো হয়ে থাকে। দেখে নেওয়া যাক, পূর্ণিমা তিথি আসন্ন সময়ে কবে পড়ছে। পাশাপাশি দেখা যাক, ২০২৫ সালে পূর্ণিমা তিথির তালিকা।
অগ্রহায়ণের পূর্ণিমা ২০২৪ কবে?
জ্যোতিষমতে এই পূর্ণিমা তিথির আলাদা মাহাত্ম্য রয়েছে। ১৪ ডিসেম্বর সন্ধ্যা ০৫ টা ১৩ মিনিটে শুরু হচ্ছে পূর্ণিমা তিথি। আর পূর্ণিমা তিথি শেষ হচ্ছে, ১৫ ডিসেম্বর। অর্থাৎ পূর্ণিমা তিথি পড়ছে শনিবার। আর শেষ হচ্ছে রবিবার। রবিবার ১৫ ডিসেম্বর, দুপুর ২ টো ৩৫ মিনিটে এই পূর্ণিমা তিথি শেষ হবে। উদয়া তিথি অনুসারে ১৫ ডিসেম্বর পড়ছে পূর্ণিমা। জ্যোতিষবিদরা বলছেন, এই পূর্ণিমা তিথি খুবই প্রাসঙ্গিক। বছরের শেষ এই পূর্ণিমার মাহাত্ম্য রয়েছে। এবার দেখা যাক, ২০২৫ সালে আসন্ন সময়ে পূর্ণিমার তারিখ।
২০২৫ পূর্ণিমার লিস্ট:-
পৌষ শুক্র পূর্ণিমা- ১৩ জানুয়ারি, ২০২৫, সোমবার।
মাঘ শুক্ল পূর্ণিমা-১২ ফেব্রুয়ারি, ২০২৫, বুধবার।
ফাল্গুন শুক্ল পূর্ণিমা-১৪ মার্চ, ২০২৫ শনিবার।
চৈত্র শুক্ল পূর্ণিমা-১২ এপ্রিল, ২০২৫, শনিবার।
বৈশাখ শুক্ল পূর্ণিমা-১২ মে, ২০২৫, সোমবার।
জৈষ্ঠ শুক্ল পূর্ণিমা- ১১ জুন ২০২৫, বুধবার।
আষাঢ় শুক্ল পূর্ণিমা-১০ জুলাই, ২০২৫, বৃহস্পতিবার।
শ্রাবণ শুক্ল পূর্ণিমা-৯ অগস্ট, ২০২৫, শনিবার।
ভাদ্র শুক্ল পূর্ণিমা-৭ সেপ্টেম্বর, ২০২৫, রবিবার।
আশ্বিন শুক্ল পূর্ণিমা- ৬-৭ অক্টোবর, ২০২৫,মঙ্গলবার।
কার্তিক শুক্ল পূর্ণিমা-৫ নভেম্বর, ২০২৫, বুধবার।
মার্গশীর্ষ শুক্ল পূর্ণিমা-৪ ডিসেম্বর, ২০২৫, বৃহস্পতিবার।
(এই তথ্য মান্যতাধর্মী। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)