Mars Retrograde 2023: জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে গ্রহের সেনাপতি হিসেবে বিবেচনা করা হয়। যে গ্রহ আগামী শুক্রবার (১৩ জানুয়ারি) মার্গী হতে চলেছেন। যা আর্থিক দিক থেকে একাধিক ভাগ্যে বড়সড় পরিবর্তন আনবে। মঙ্গল মার্গী হওয়ার ফলে কারা কারা লাভবান হবেন, তা দেখে নিন -
1/5আগামী শুক্রবার (১৩ জানুয়ারি) মঙ্গল গ্রহ মার্গী হতে চলেছেন। অর্থাৎ সোজা চলন শুরু হবে মঙ্গল গ্রহের। যে গ্রহকে সাহস, শৌর্যের মতো বিষয়ের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। মঙ্গল মার্গী হওয়ার ফলে কয়েকটি রাশির জাতকদের জীবনে অর্থের কোনও অভাব হয় না। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
2/5সিংহ রাশি- মঙ্গল গ্রহ মার্গী হওয়ার ফলে সিংহ রাশির জাতকদের অনুকূল সময় শুরু হবে। তাঁরা সুখবর লাভ করতে পারেন। কেরিয়ারের দিক থেকে উন্নতির যোগ তৈরি হবে। যে সিংহ রাশির জাতকরা শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত, তাঁরা শুভ লাভ করবেন। মনের ইচ্ছা-বাসনা পূরণ হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
3/5বৃশ্চিক রাশি- মঙ্গল মার্গী হওয়ার ফলে বৃশ্চিক রাশির জাতকদের জীবনে অনুকূল সময় শুরু হবে। আর্থিক দিক থেকে লাভবান হবেন। আয়ের নয়া উৎস তৈরি হবে। চাকরিতে উন্নতি হতে পারে বৃশ্চিক রাশির জাতকদের। আটকে থাকা কাজ পূরণ হবে।
4/5ধনু রাশি- মঙ্গল মার্গী হওয়ার ফলে ধনু রাশির জাতকদের ভালো দিন শুরু হবে। আর্থিক দিক থেকে লাভ হবে ধনু রাশির জাতকদের। কেরিয়ারে উন্নতি হবে। বিবাহিত জীবন সুখকর হবে। জীবনসঙ্গীর সান্নিধ্য মিলবে। একসঙ্গে সময় কাটাবেন।
5/5মীন রাশি- মীন রাশির জাতকদের জন্য মঙ্গল মার্গী হওয়ার বিষয়টি লাভজনক বলে বিবেচিত হবে। আত্মবিশ্বাস বাড়বে। যাঁরা ব্যবসা করেন, তাঁদের মুনাফা বাড়বে। যে কাজে হাত দেবেন, তাতে সাফল্য লাভ করবেন। মানসিক দুশ্চিন্তা কেটে যাবে।