জ্যোতিষমতে বলা হচ্ছে, ৩০ অক্টোবর থেকে মঙ্গলদেব মিথুন রাশিতে বক্রী অবস্থায় রয়েছে, আর ১৩ জানুয়ারি থেকে বৃষ রাশিতে মার্গী হতে চলেছেন। মঙ্গলদেবের মার্গী অবস্থাতে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের ধন লাভ হতে পারে। দেখে নেওয়া যাক, কোন কোন রাশির জীবনে এর সুপ্রভাব পড়তে পারে।
1/6বৈদিক জ্যোতিষমতে আসন্ন ২০২৩ সাল খুবই লাভদায়ক। ডিসেম্বর মাস পার করলেই শুরু হয়ে যাবে নতুন বছর। আর সেই নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে একাধিক গ্রহের রাশি পরিবর্তনের যোগ রয়েছে। যার ফলে বহু রাশি সুসময়কে সামনে পেতে চলেছে বলে দাবি করা হচ্ছে। (HT_PRINT)
2/6জ্যোতিষমতে বলা হচ্ছে, ৩০ অক্টোবর থেকে মঙ্গলদেব মিথুন রাশিতে বক্রী অবস্থায় রয়েছে, আর ১৩ জানুয়ারি থেকে বৃষ রাশিতে মার্গী হতে চলেছেন। মঙ্গলদেবের মার্গী অবস্থাতে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের ধন লাভ হতে পারে। দেখে নেওয়া যাক, কোন কোন রাশির জীবনে এর সুপ্রভাব পড়তে পারে। (HT_PRINT)
3/6কুম্ভ-চাকরির সঙ্গে যুক্ত ব্যক্তিত্বদের সময় ভালো কাটতে চলেছে জানুয়ারির ১৩ তারিখ থেকে। প্রমোশনের সম্ভাবনা জোরালো। এছাড়াও বেতন বৃদ্ধির প্রবল যোগ রয়েছে। সম্পত্তির সঙ্গে জড়িত কোনও ব্যবসা থাকলে তা থেকে মিলতে পারে লাভ। পরিবারের সম্পূর্ণ সহযোগিতা প্রয়োজন। (HT_PRINT)
4/6কর্কট- মঙ্গল দেব মার্গী অবস্থায় গিয়ে এই কর্কট রাশির জাতক জাতিকাদের বিশেষ ভালো সময় প্রদান করতে চলেছেন। বহু দিন ধরে কর্মস্থলে কোনও পরিশ্রম করলে তার সুফল আসন্ন দিনে পেতে পারেন। ব্যবসায়ে ভালো মুনাফা হতে থাকবে। ব্যক্তিগত জীবন ভালো কাটবে, পরিবারের সঙ্গে ভালো সময় অতিবাহিত করতে পারেন। (HT_PRINT)
5/6মকর- মঙ্গলদেবের গতিবিধিতে আলাদা করে লাভবান হতে পারেন মকর রাশির জাতক জাতিকারা। চাকরিতে পেতে পারেন লাভ। কেরিয়ারে হতে পারে উন্নতি। ব্যবসার দিক থেকেও বেশি মুনাফা হতে পারে। এই সময় আপনার ব্যক্তিগত সম্পর্কগুলি আগের থেকে আরও ভালোর দিকে যাবে। প্রতীকী ছবি (HT_PRINT)
6/6মীন-প্রতিযোগিতামূলক পরীক্ষায় পেতে পারেন সুখবর। চাকরিতে পদোন্নতি রয়েছে। অবিবাহিতদের বিবাহের যোগ আসবে। স্বাস্থ্য ভালো হতে পারে। অন্য ধরনের নানান লাভ জাতকরা পেতে পারেন। (এই তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতার দাবি করে না হিন্দুস্তান টাইমস বাংলা। ) অস্ত্র: ছবিটি প্রতীকী (সৌজন্য ফেসবুক) (HT_PRINT)