১৩ নভেম্বর পর্যন্ত মঙ্গলের গোচরের ফলে কোন কোন রাশি... more
১৩ নভেম্বর পর্যন্ত মঙ্গলের গোচরের ফলে কোন কোন রাশিতে এই গ্রহের গোচরের ফলে সুফল লাভ করা যাবে, তা দেখে নেওয়া যাক। মোট ৫ টি রাশিতে এই সুফল আসন্ন বলে দাবি করছেন বৈদিক জ্যোতিষশাস্ত্রবিদরা।
1/7বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে ২০২২ সালে ১৬ অক্টোবর রবিবার, মঙ্গলদেব দুপুর ১২ টা ০৪ মিনিটে পর বৃষ রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছেন। মঙ্গল মিথুন রাশিতে ১৩ নভেম্বর পর্যন্ত থাকবে। ফলে আসন্ন ২ দিন পর্যন্ত একাধিক রাশিতে তার সুফল মিলতে চলেছে।
2/7১৩ নভেম্বর পর্যন্ত কোন কোন রাশিতে এই গ্রহের গোচরের ফলে সুফল লাভ করা যাবে, তা দেখে নেওয়া যাক। মোট ৫ টি রাশিতে এই সুফল আসন্ন বলে দাবি করছেন বৈদিক জ্যোতিষশাস্ত্রবিদরা।
3/7মেষ- মঙ্গলের এই গোচরে চাকরি যাঁরা করছেন, তাঁরা বেশ খানিকটা সুযোগ সুবিধার অধিকারী হতে পারেন। চাকরি পেশারত ব্যক্তিত্বদের উন্নতি হবে। ভাইবোনের সঙ্গত পাবেন। সময় ভালো কাটবে।
4/7সিংহ- সিংহ রাশির একাদশভাবে চাকরি পেশার লোকজন উন্নতি পেতে পারেন। এই সময় আপনার আর্থিক দিক মজবুত হতে থাকবে। বিনিয়োগে বিশেষ লাভ হবে। অনেক জমি সম্পত্তিতে লাভ পাবেন। গাড়ি কিম্বা জমি কেনায় হবে সুবিধা।
5/7কন্যা- কন্যা রাশির দশমভাবে গোচর করেছে মঙ্গল। আসন্ন ২ দিনের মধ্যে আপনাদের আর্থিক দিক আগের থেকে মজবুত হতে থাকবে। চাকরিতে শুভ পরিণাম আসবে। মান সম্মানে বৃদ্ধি হবে।
6/7মকর-মকর রাশিতে ষষ্ঠভাবে রয়েছে এই বিশেষ গোচর। এরফলে আসন্ন দিনগুলিতে আপনি কোনও সুখবর পেতে পারেন। ব্যবসার জন্য সময় ভালো কাটবে।
7/7মীন- মীন রাশির চতুর্থবাবে মঙ্গলের প্রবেশ হয়েছে। এই সময় আপনার আকস্মিক ধনলাভ হবে। চাকরি যাঁরা করেন, সেই ব্যক্তিত্বদের খুবই ভালো সময় এইটি। চাকরির খোঁজ করছেন এমন লোকজনদের ভালো সময় এইটি। ঝগড়া থেকে দূরে থাকুন। (এই আলেখ্যতর তথ্য মান্যতা নির্ভর। এতে দাবি করছেন হিন্দুস্তান টাইমস বাংলা। বিশেষজ্ঞের দ্বারা যাচাই করে নিন এখানের তথ্যগুলি। ) ফাইল ছবি: মিন্ট