Mars Transit in Taurus 2022: জ্যোতিষশাস্ত্রে যে কোনও গ্রহের রাশি পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। ১২ টি রাশির জাতকদের উপরই প্রভাব পড়ে থাকে। যা মঙ্গলের গোচরের ক্ষেত্রেও হবে। আগামী মাসে রাশি পরিবর্তন করতে চলেছেন মঙ্গল। কাদের উপর কী ধরণের প্রভাব পড়বে, তা দেখে নিন -
1/5আগামী ১৩ নভেম্বর বৃষ রাশিতে প্রবেশ করবেন মঙ্গল। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মঙ্গলের রাশি পরিবর্তনের প্রভাব সব রাশির জাতকদের উপরই পড়বে। তবে কয়েকটি রাশির জাতকরা বিশেষভাবে সুফল পাবেন। ভালো সময় কাটবে তাঁদের।
2/5কর্কট রাশি- কর্কট রাশির জাতকদের উপর মঙ্গলদেবের আশীর্বাদ থাকবে। কর্মক্ষেত্রে পরিশ্রমের দাম পাবেন কর্কট রাশির জাতকরা। যে কর্কট রাশির জাতকরা পড়াশোনা করছেন, তাঁরাও সাফল্য লাভ করবেন। নিজের স্বপ্নপূরণ হবে বা স্বপ্নপূরণের পথে আরও কয়েক ধাপ এগিয়ে যাবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
3/5সিংহ রাশি- যে সিংহ রাশির জাতকরা চাকরি করেন, তাঁরা উন্নতির শিখরে পৌঁছাবেন। মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে কর্মক্ষেত্রে আপনার সময় অনুকূল কাটবে। জীবনে একাধিক ভালো সুযোগ মিলবে। সুখ-স্বাচ্ছন্দ্য বাড়বে। পরিবারে সুখ-শান্তি থাকবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
4/5ধনু রাশি- মঙ্গলদেব যতদিন বৃষ রাশিতে থাকবেন, ততদিন ধনু রাশির জাতকদের কোনও সমস্যার মুখে পড়তে হবে না। বিদেশ যাত্রার যোগ তৈরি হতে পারে ধনু রাশির জাতকদের। তবে সকলের ক্ষেত্রে সেই সুযোগ নাও মিলতে পারে।
5/5মকর রাশি- মকর রাশির চতুর্থ এবং একাদশ স্থানের অধিপতি হলেন মঙ্গলদেব। নিজের লক্ষ্য পূরণের জন্য এটা ভালো সময়। যাঁরা কঠোর পরিশ্রম করেন, তাঁরা সাফল্য লাভ করবেন।