বৈদিক জ্যোতিষ বলছে, মার্গী মঙ্গল ১৩ জানুয়ারি নিজের দিশা পরিবর্তন করেছেন। যারফলে ৩ টি রাশি অত্যন্ত লাভবান হতে শুরু করে দিয়েছে। মার্গী মঙ্গল এই রাশির জাতক জাতিকাদের ওপর কোন শুভ সময় আশীর্বাদ স্বরূপ উপহার দিচ্ছেন, দেখা যাক।
1/5বৈদিক জ্যোতিষমতে একাধিক রাশির জাতক জাতিকারা বছরের শুরু থেকেই নানানভাবে লাভের মুখ দেখতে চলেছেন। এদিকে, মঙ্গলদেব সদ্য তাঁর দিশা পরিবর্তন করেছেন। এরফলে মার্গী মঙ্গল একাধিক রাশিতে কৃপা করা আরম্ভ করেছেন।
2/5বৈদিক জ্যোতিষ বলছে, মার্গী মঙ্গল ১৩ জানুয়ারি নিজের দিশা পরিবর্তন করেছেন। যারফলে ৩ টি রাশি অত্যন্ত লাভবান হতে শুরু করে দিয়েছে। মার্গী মঙ্গল এই রাশির জাতক জাতিকাদের ওপর কোন শুভ সময় আশীর্বাদ স্বরূপ উপহার দিচ্ছেন, দেখা যাক।
3/5মেষ- মঙ্গলগ্রহের মার্গী হওয়া আপনাদের রাশির জাতক জাতিকাদের জন্য খুবই উপকারি। হঠাৎ করে কোথা থেকে টাকা আসতে আরম্ভ করবে, তা টের পাবেন না। কিন্তু হাতে থাকবে টাকা। প্রতিটি কাজে আপনি সৌভাগ্যের অংশিদার হবেন। বাড়ির ঝগড়াঝাঁটি থেকে পাবেন মুক্তি। জাতক জাতিকারা এই সময় নতুন চাকরি পেতে পারেন।
4/5বৃষ- মঙ্গলের মার্গী গোচর বৃষ রাশির জাতক জাতিকার পক্ষে খুবই শুভ। এই সময় আপনার বাড়ি, গাড়ি, জমি লাভের শুভ যোগ রয়েছে। সম্পত্তি কেনার ব্যপারে ভাবনা চিন্তা করলেও, তা আপনাকে উপকার দিতে চলেছে। বিবাহিত জীবন সুখে কাটবে। কোনও বহু দূরগামী যাত্রায় উপকার পাবেন।
5/5বৃশ্চিক- মঙ্গলের মার্গী হওয়া আপনাদের রাশির জাতক জাতিকার পক্ষে খুবই শুভ বার্তা দিতে পারে। মান সম্মান বাড়তে থাকবে এই সময়। ব্যবসায়ীদের ধনলাভ হতে পারে। যাঁরা রাজনীতির সঙ্গে জড়িত তাঁদের জন্য খুবই ভালো দিন। (এই তথ্য মান্যতাধর্মী। এর সত্যতার দাবি করে না হিন্দুস্তান টাইমস বাংলা। )