২০২৫ সালে জানুয়ারি মাসে মাসিক শিবরাত্রির পূণ্যতিথি উপলক্ষ্যে দেশের নানান প্রান্তে দেবাদিদেব মহাদেবের বিশেষ পুজো আয়োজিত হতে চলেছে। মাঘ মাসের এই পূণ্য তিথিতে মহাকুম্ভেও বিশেষ পুজোর আয়োজন হবে। উল্লেখ্য, মাসিক শিবরাত্রি মূলত ভগবান ভোলেনাথকে উৎসর্গ করেই আয়োজিত হয়। মনে করা হয়, এই দিনের বিশেষ পুজোয় সকল মনবাঞ্ছা, ইচ্ছা পূরণ হয়। আগে দেখা যাক, জানুয়ারি মাসের মাসিক শিবরাত্রির তিথি কখন থেকে পড়ছে।
মাসিক শিবরাত্রির তিথি ২০২৫:-
হিন্দুশাস্ত্রের পঞ্জিকা অনুসারে মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই মাসিক শিবরাত্রি পড়ে। সেই অনুযায়ী ২০২৫ সালে ২৭ জানুয়ারি পড়ছে সেই তিথি। ২৭ জানুয়ারি সকাল ৮ টা ৩৪ মিনিট থেকে এই তিথি পড়ছে। এই তিথি সেদিন রাতভর থাকবে। পরের দিন ২৮ জানুয়ারি, অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যা ৭ টা ৩৫ মিনিটে তিথি শেষ হবে। ফলে মাসিক শিবরাত্রি ২৭ জানুয়ারি পালিত হবে। নিশাকালে দেবতার পুজো হবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
মাসিক শিবরাত্রির পুজো করলে কী ফল মেলে?
শিব পুরাণে বলা হয়েছে যে মাসিক শিবরাত্রি উপবাস পালন করলে দাম্পত্য জীবন সুখী হয়। বিবাহিত মহিলারা যদি মাসিক শিবরাত্রি উপবাস করেন তবে তাঁরা সুখ এবং সৌভাগ্য লাভ করেন। একই সময়ে, মাসিক শিবরাত্রিতে শুভ সমাপতনে ভগবান শিবের আরাধনা করলে শীঘ্রই বিবাহের সম্ভাবনা তৈরি হয়, যা অবিবাহিতদের সুখের ভাগ্য এনে দেয়।
মাসিক শিবরাত্রির দিনের ব্রহ্ম মুহূর্ত:-
মাসিক শিবরাত্রির দিনের ব্রহ্ম মুহূর্ত তৈরি হবে ২৭ জানুয়ারি সকাল ৫ টা ২৬ মিনিটে। যা ৬ টা ১৯ মিনিটে সকালে শেষ হবে। সেদিনের গোধূলি মুহূর্ত বিকেল ৫ টা ৫৪ মিনিটে শুরু হবে, শেষ হবে সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে। নিশিথ মুহূর্ত রাত ১২ টা ০৭ মিনিট থেকে শুরু হবে। আর রাত ১ টায় শেষ হবে।