২০২৩ মৌনী অমাবস্যা মূলত শনি অমাবস্যা। বিশেষ খপ্পর যোগে পড়া এই অমাবস্যা বিশেষত ৪ টি রাশির জন্য নিয়ে আসতে চলেছে শুভ বার্তা। ২১ জানুয়ারি ভোর ৬ টা ১৭ মিনিট থেকে শুরু করে ২২ জানুয়ারি রাত ২ টো ২২ মিনিট পর্যন্ত থাকবে অমাবস্যা। উদয় তিথি অনুসারে মৌনী অমাবস্যা ২১ জানুয়ারি পড়ছে। শনিবার হতে চলা মৌনী অমাবস্যায় কোন কোন রাশির সৌভাগ্য খুলে যাচ্ছে দেখা যাক।
1/5বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে বলা হচ্ছে ৩০ বছর পর বিরল যোগ পড়েছে ২০২৩ সালের মৌনী অমাবস্যায়। ২১ জানুয়ারি শনিবার পড়েছে মৌনী অমাবস্যা। ৩০ বছর পর খপ্পর যোগ পড়ছে মাঘ মাসের এই মৌনী অমাবস্যায়। এমন সময়ে শনিবার রাতের অমাবস্যায় সৌভাগ্যের দরজা খুলবে বহু রাশির।
2/5২০২৩ মৌনী অমাবস্যা মূলত শনি অমাবস্যা। বিশেষ খপ্পর যোগে পড়া এই অমাবস্যা বিশেষত ৪ টি রাশির জন্য নিয়ে আসতে চলেছে শুভ বার্তা। ২১ জানুয়ারি ভোর ৬ টা ১৭ মিনিট থেকে শুরু করে ২২ জানুয়ারি রাত ২ টো ২২ মিনিট পর্যন্ত থাকবে অমাবস্যা। উদয় তিথি অনুসারে মৌনী অমাবস্যা ২১ জানুয়ারি পড়ছে। শনিবার হতে চলা মৌনী অমাবস্যায় কোন কোন রাশির সৌভাগ্য খুলে যাচ্ছে দেখা যাক।
3/5কন্যা- কোনও কাজে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নিলেই তার ফল খুব ভালো হবে। কর্মস্থলে বেতনবৃদ্ধি ও পদোন্নতির যোগ প্রকট হচ্ছে। পরিবারকে সঙ্গ দিন। খরচায় রাশ টানুন। বহুদিনের প্রয়োজনীয় কোনও বিষয়ের দিকে নজর দেওয়ার সময় এসে গিয়েছে।
4/5ধনু- কোনও পুরনো বিনিয়োগ থেকে পেতে পারেন বহু টাকা। নজরে রাখুন আপনার প্রাপ্য বিষয়গুলি। কর্মস্থলে আটকে থাকা কাজ এবার দ্রুত গতিতে চলতে থাকবে। ব্যবসায়িক দিক থেকে পরিবারের তরফে আসবে সাহায্য। ভবিষ্যতের পরিকল্পনা এই সময়ে করলে তা শুভ ফল দেবে।
5/5মকর- সমস্যার সমাধানের জন্য কারোর সঙ্গে কথা বলুন। কোনও দীর্ঘ মেয়াদি বিবাদ এবার শেষের দিকে যাবে। কোনও রোড ট্রিপে বেড়াতে গেলে পাবেন আকাঙ্খিত আনন্দ। আর্থিক বাজেটের দিকে নজর দিয়ে পরিবারের বিভিন্ন দিক সামলান। (এই তথ্য মান্যতা নির্ভর। এই তথ্যের সত্যতার দাবি করে না হিন্দুস্তান টাইমস বাংলা) : ছবিটি প্রতীকী (সৌজন্য ফেসবুক)