আগামী শনিবার (২১ জানুয়ারি) মৌনী অমাবস্যা পড়েছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মাঘ মাসের অমাবস্যায় এবার বিশেষ যোগ তৈরি হতে চলেছে। যে যোগের উপর কর্মফলদাতা শনির শুভ প্রভাব থাকে। তাই একাধিক রাশির জাতকদের ভাগ্য পালটে যাবে। কারা কারা লাভবান হবেন, তা দেখে নিন -
1/5জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ৩০ বছর পর মৌনী অমাবস্যায় অভূতপূর্ব সংযোগ তৈরি হতে চলেছে। এবার মৌনী অমাবস্যায় যে খপ্পর যোগ তৈরি হচ্ছে, সেই যোগের ফলে শনির শুভ প্রভাব পড়ে। আর এবার তো মৌনী অমাবস্যার দিনকয়েক আগেই কুম্ভ রাশিতে শনির গোচর হতে চলেছে। তার ফলে মৌনী অমাবস্যায় একাধিক রাশির জাতকরা লাভবান হবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
2/5মেষ রাশি- মৌনী অমাবস্যায় যে বিশেষ যোগ তৈরি হতে চলেছে, তার ফলে মেষ রাশির জাতকরা লাভবান হবেন। ধনলাভের প্রবল যোগ আছে মেষ রাশির জাতকদের। আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ আছে। ব্যবসার দিক থেকে লাভবান হতে চলেছেন। সার্বিকভাবে আর্থিক অবস্থার উন্নতি হবে।
3/5সিংহ রাশি- মৌনী অমাবস্যায় সিংহ রাশির জাতকদের ভালো সময় শুরু হতে চলেছে। খপ্পর যোগের ফলে সিংহ রাশির জাতকদের ভাগ্যোদয় হবে। ভাগ্যের পুরো সহায়তা পাবেন। আর্থিক দিক থেকে লাভবান হবেন। জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য লাভ করবেন। পরিশ্রমের দাম পাবেন। চাকরিক্ষেত্রে লাভবান হবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
4/5ধনু রাশি- মৌনী অমাবস্যায় যে শুভ যোগ তৈরি হচ্ছে, তার ফলে ধনু রাশির জাতকদের সময় অনুকূল থাকবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই সময় চাকরির ক্ষেত্রে বিশেষভাবে লাভবান হবেন ধনু রাশির জাতকরা। নয়া চাকরির প্রস্তাব পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য এই সময়টা ভালো কাটবে। ব্যবসার ক্ষেত্রে নয়া কোনও চুক্তি হবে। যাতে অর্থলাভের প্রবল যোগ তৈরি হতে চলেছে।
5/5মৌনী অমাবস্যায় যে অভূতপূর্ব যোগ তৈরি হচ্ছে, তার ফলে মীন রাশির জাতকদের ভাগ্যোদয় হতে চলেছে। ধনপ্রাপ্তির প্রবল যোগ তৈরি হবে। হাতে অর্থ আসবে। অভাব হবে না অর্থের। যে মীন রাশির জাতকরা চাকরি করেন, তাঁদের জীবনেও আসবে সাফল্যের জোয়ার। পারিবারিক জীবন সুখকর হবে।