হিন্দুশাস্ত্র অনুসারে মাঘ মাসের অমাবস্যাকে মৌনী অমাবস্যা বলা হয়। এই অমাবস্যার বেশ কিছু মাহাত্ম্য রয়েছে। আর জ্যোতিষশাস্ত্রমতে ২০২৫ সালের মৌনী অমাবস্যার দিনেই শনিদেব ও বুধদেব তৈরি করতে চলেছেন অর্ধকেন্দ্র যোগ। আগামী ২৯ জানুয়ারি রয়েছে মৌনী অমাবস্যা। সেদিন শনিদেবের অবস্থানের জেরে এই অর্ধকেন্দ্র যোগ তৈরি হবে। কখন তা তৈরি হবে? কোন কোন রাশি এই যোগে লাকি? তার হদিশ রইল জ্যোতিষমতের গণনায়।
মেষ
শনিদেব ও বুধদেবের অর্ধকেন্দ্র যোগের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। পেশাগত জীবনে ইতিবাচক প্রভাব পড়বে। কেরিয়ারের দিক থেকে বড়সড় লাভ হবে। ব্যবসায় যেমন লাভ হবে। তেমনই ব্যাঙ্কিং, ফাইনান্স সেক্টরেও লাভ হবে। চাকরির জেরে কোথাও যেতে পারেন। এতে লাভ হবে। মা বাবার সম্পূর্ণ সহযোগিতা পাবেন। কোনও লক্ষ্য প্রাপ্তিতে সফল হবেন। স্বাস্থ্যও ভালো থাকবে।
(Goddess Lakshmi blessings:আজ লক্ষ্মীবারে জেনে নিন দেবীর কৃপা থাকে কোন কোন রাশিতে? আপনারটি কি লিস্টে?)
( Vastu shastra Tips: আর্থিক কষ্ট, সংসারে ঝঞ্ঝাট লেগে রয়েছে? মা লক্ষ্মীর কৃপা পেতে সহজ বাস্তু টিপস রইল)
কর্কট
এই সময় কর্কট রাশির জাতক জাতিকারা নানান দিক থেকে লাভের মুখ দেখবেন। অংশীদারির ব্যবসায় তুমুল লাভ হবে। বিদেশি সংস্থাগুলির সঙ্গে কাজ করার সুযোগ পাবেন। সঙ্গীর সঙ্গে বিদেশযাত্রায় যেতে পারবেন। স্বাস্থ্য ভালো থাকতে চলেছে। প্রেম জীবন ভালো কাটবে।
মকর
আপনার গুণ আর ক্ষমতায় হু হু করে বৃদ্ধি দেখা যাবে। চাকরিতে বদল আসতে চলেছে। এতে আপনার দারুন লাভ হবে। আপনার ভাগ্যে নানান দিক থেকে তুলকালামভাবে ভালো কিছু হয়ে যাবে। আপনার গুণ বা ক্ষমতায় রকেট গতিতে বৃদ্ধি দেখা যাবে। প্রতিযোগী ক্ষেত্রে যাঁরা পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন, তাঁরা পাবেন সুখবর। সাফল্যের বেশ কিছু রাস্তা খুলে যাবে।
মৌনী অমাবস্যায় কখন যোগ?
২৯ জানুয়ারি পড়ছে মৌনী আমাবস্যা। সেদিন দুপুর ৩ টে ৫৮ মিনিটে শনি আর বুধ একে অপরের ৪৫ ডিগ্রি কোণে অবস্থান করবেন। তারফলে তৈরি হবে অর্ধকেন্দ্র যোগ।
(এই তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )