কন্যা রাশির জাতক জাতিকার জন্য মঙ্গলের গোচর কেরিয়ার... more
কন্যা রাশির জাতক জাতিকার জন্য মঙ্গলের গোচর কেরিয়ার সম্পর্কিত বহু সমস্যাকে কাটিয়ে দেবে। আর্থিক উন্নতি এই সময় হতে চলেছে। এই সময় গাড়ি বা বাড়ি হতে পারে। কেরিয়ারের দিক থেকে কিছু নতুন নতুন সুবিধা পাবেন।
1/8বৈদিক শাস্ত্র মতে বুধ গ্রহের একাধিক প্রভাবে অনেকেরই জীবনে পরিবর্তন আসে। বুদ্ধিমত্তা, শিক্ষা ক্ষেত্রে এর প্রভাব যথেষ্ট। এদিকে, সামনেই ২৪ অক্টোবর কালীপুজো। তারপরই রয়েছে ২৬ অক্টোবর পঞ্চগ্রহী যোগ। বিশেষ এই পঞ্চগ্রহী যোগের ফলে বহু রাশি সুফল পেতে চলেছে বলে মনে করা হচ্ছে। একনজরে দেখে নেওয়া যাক, এই যোগ কী? (HT_PRINT)
2/8কন্যা- কন্যা রাশির জাতক জাতিকার জন্য মঙ্গলের গোচর কেরিয়ার সম্পর্কিত বহু সমস্যাকে কাটিয়ে দেবে। আর্থিক উন্নতি এই সময় হতে চলেছে। এই সময় গাড়ি বা বাড়ি হতে পারে। কেরিয়ারের দিক থেকে কিছু নতুন নতুন সুবিধা পাবেন। (HT_PRINT)
3/8২৬ অক্টোবর ২০২২ এ বুধরে গোচর হচ্ছে। সেই দিন তুলা রাশিতে প্রবেশ করছে বুধ। জ্যোতিষশাস্ত্র মতে, বুধ সেই দিন দুপুর ১ টা ৩৮ মিনিটে গোচর করতে চলেছে। এদিকে, বুধের গোচরে তৈরি পঞ্চগ্রহী যোগের ফলে কী কী লাভ হতে পারে, তা দেখে নেওয়া যাক। (HT_PRINT)
4/8বৃষ- এই রাশির জন্য এই সময়কাল খুবই ভালো। এই সময়কালে কয়েকটি মাধ্যম থেকে উপরি টাকা আসতে পারে। এই সময়কালে আর্থিক সংকট থেকে পাবেন মুক্তি। ছাত্রদের জন্য এই সময়কাল খুবই ভালো। বহু পরীক্ষায় সাফল্যের শিখর ছুঁতে পারবেন এঁরা। বহু সমস্যা কেটে যাবে এই সময়। (HT_PRINT)
5/8মিথুন-মিথুন রাশির জাতক জাতিকারা এই সময় পরিবারে সুখ শান্তি দেখতে পাবেন। পারিবারিক জীবনে এই সময় সুখের পরিস্থিতি তৈরি হবে। পরিবারের সকল সদস্যের মধ্যে আপনার মান সম্মান বাড়তে পারে। মায়ের সঙ্গে সম্পর্ক আগের থেকে ভালো হতে পারে। (ছবিটি প্রতীকী) (HT_PRINT)
6/8কন্যা- বুধের গোচর এই রাশির দ্বিতীয়ভাবে হবে। এই সময় খুবই ভালো হতে পারে এই রাশির জাতক জাতিকাদের জন্য। বাড়িতে আসতে পারে সুখ ও সমৃদ্ধি। আয় বাড়তে চলেছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল হবে। প্রতীকী ছবি (HT_PRINT)
8/8ধনু- এই রাশিতে বুধ দেবের কৃপা হবে। বেতন বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়। কর্মক্ষেত্রে সহযোগীদের সহযোগিতা পেতে পারেন। কর্মক্ষেত্র থেকে টাকা কড়ি লাভের যোগও রয়েছে। সঞ্চয় বাড়বে এই সময়। ব্যবসার জন্য এই সময়টি ভালো হবে। (এই আলেখ্য মান্যতা নির্ভর। এর তথ্য নিশ্চিত করে না হিন্দুস্তান টাইমস বাংলা) (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ) (HT_PRINT)