২০২৩ সালের শুরুতেই বুধ, মেষ রাশিতে বক্রী হচ্ছে। ফলে বুধ উল্টো চালের গতির দিকে এগোবে। এতে ৩ টি বিশেষ রাশিতে প্রভাব পড়তে চলেছে। কোন কোন রাশিতে এই প্রভাব পড়বে, তা দেখে নেওয়া যাক।
1/5২০২৩ সালে একাধিক রাশির জাতক জাতিকাদের সুখের ভাগ্য খুলতে চলেছে। বছরের শুরুতেই রয়েছে বুধের গোচর। বুধ দেব সেই সময় ধনু রাশিতে প্রবেশ করতে চলেছে। আবার মেষে বক্রী চাল নিয়ে হাজির হচ্ছেন। আর বক্রী চালের ফলে বহু রাশি তার ফলে সুখের মুখ দেখতে চলেছে।
2/5২০২৩ সালের শুরুতেই বুধ মেষ রাশিতে বক্রী হচ্ছে। ফলে বুধ উল্টো চালের গতির দিকে এগোবে। এতে ৩ টি বিশেষ রাশিতে প্রভাব পড়তে চলেছে। কোন কোন রাশিতে এই প্রভাব পড়বে, তা দেখে নেওয়া যাক।
3/5সিংহ- খুবই শুভ ফলদায়ী বুধের এই উল্টো চাল। এরফলে শনিদেব আপনার ভাগ্যস্থানের বক্রী দিকে রয়েছেন। কোনও আটকে থাকা কাজ এই সময়ে আপনাদের সম্পন্ন হতে পারে। পরিবারের সহযোগিতা পেতে পারেন। আটকে থাকা ধন সম্পত্তি পেতে পারেন। কেরিয়ারের দিক থেকে পাবেন সুখের সময় দেখতে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় বহু ফল পাবেন ভালো। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
4/5মিথুন-বুধের বক্রী হওয়া খুবই ইতিবাচক ফল দিতে পারে। বুধ আপনার রাশিতে একাদশস্থানে থাকছে। রোজগারের নতুন উৎসের সন্ধান পেয়ে যেতে পারেন। আর্থিক সমস্ত দিক থেকে পাবেন উপকার, লাভ। সম্পত্তি, লেনদেনের ক্ষেত্রে পাবেন লাভ। আপনি যদি ব্যবসায়ী হন তাহলে পাবেন লাভ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/5মকর- বুধের বক্রী হওয়া খুবই লাভদায়ক হতে পারে। বুধ গ্রহ আপনার গোচর কুণ্ডলীর চতুর্থস্থানে থাকতে চলেছে। এরফলে বিলাসব্যাসন বাড়বে। গাড়ি বা জমি কেনার সুযোগ আসন্ন। কোনও নতুন চাকরির সন্ধান পেতে পারেন। (এই তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা)