আগামী ১৫ মে সকাল ৮ টা ৪৫ মিনিটে মার্গী হতে চলেছে বুধ। এরপর ৭ জুন পর্যবন্ত মেষ রাশিতে থাকতে চলেছেন বুধ। তারপর বুধ বৃষ রাশিতে পদার্পণ করবে। এরফলে বুধকে, রাহু ও বৃহস্পতির সঙ্গে যুতিতে মেষ রাশিতে দেখা যাবে। ফলে ৫ রাশিতে তার প্রভাব পড়বে। বুধ মার্গী হতেই কোন কোন রাশির ভাগ্যোদয় হবে, দেখা যাক।
1/7জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী, আর কয়েকদিন বাদেই বুধ হতে চলেছে মার্গী। মে মাসের মাঝামাঝি সময়ে বুধের এই মার্গী অবস্থানের পরই একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। বুধের গতিপথে এই বড় বদল একাধিক রাশির জাতক জাতিকাদের জীবনে ফেলতে চলেছে প্রভাব।
2/7আগামী ১৫ মে সকাল ৮ টা ৪৫ মিনিটে মার্গী হতে চলেছে বুধ। এরপর ৭ জুন পর্যবন্ত মেষ রাশিতে থাকতে চলেছেন বুধ। তারপর বুধ বৃষ রাশিতে পদার্পণ করবে। এরফলে বুধকে, রাহু ও বৃহস্পতির সঙ্গে যুতিতে মেষ রাশিতে দেখা যাবে। ফলে ৫ রাশিতে তার প্রভাব পড়বে। বুধ মার্গী হতেই কোন কোন রাশির ভাগ্যোদয় হবে, দেখা যাক।
3/7মিথুন- মিথুন রাশির জাতক জাতিকাদের বুধের এই মার্গী চালের ফলে দারুন সাফল্য আসবে নানান দিক থেকে। যে কাজে হাত দেবেন সেকাজে পাবেন সাফল্য। বাড়বে আয়। বয়স্কদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। আসবে ব্যবসায় লাভ।
4/7কর্কট- পজিটিভ একটি সময়কাল আপনি পাবেন। সুসংবাদ পাবেন। সব কাজে পাবেন শুভ ফল। কোনও বড় সংস্থা থেকে পাবেন চাকরির অফার। পরিবারের সকলের সহায়তা পাবেন। আপনার দ্বারা অনেকে প্রভাবিত হবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/7কন্যা- আর্থিক লাভ জোরদার হবে। কাজে আসবে পদোন্নতি। বিনিয়োগ থেকে লাভ আসবে। বাড়বে বেতন। ব্যবসায় ভালো ফল পাবেন। যে কাজে হাত দেবেন তাতেই সাফল্য পেতে আরম্ভ করবেন। পরিশ্রমের সুফল পাবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
6/7কুম্ভ- মার্গী বুধের থেকে অপার সাফল্য পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। কেরিয়ারের দিক থেকে পাবেন সাফল্য। আপনি পেতে পারেন ধনলাভ। আপনার সামাজিক সক্রিয়তা বাড়বে। কোনও সম্পত্তি কিনতে পারেন আপনি। আপনার কথায় ভুলে থাকবেন সকলে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
7/7তুলা- বুধের মার্গী চাল তুলা রাশির জাতক জাতিকাদের জন্য বেশ লাভদায়ক প্রমাণিত হতে পারে। জীবনে আসবে প্রেমের জোয়ার। সময় সব দিক থেকে ভালো কাটবে। চাকরি ও ব্যবসায় উন্নতি হবে। পরিশ্রমের ফল পাবেন। ( এই তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।) (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)