বাংলা নিউজ > ভাগ্যলিপি > আগামিকাল তুলায় প্রবেশ করছে বুধ, ৪টি রাশির উপর থাকবে লক্ষ্মীর আশীর্বাদ

আগামিকাল তুলায় প্রবেশ করছে বুধ, ৪টি রাশির উপর থাকবে লক্ষ্মীর আশীর্বাদ

বুধের গোচর মেষ রাশির জাতকদের জন্য সবচেয়ে শুভ।

২২ সেপ্টেম্বর শুক্রের রাশি তুলায় গোচর করবে বুধ। ২ অক্টোবর পর্যন্ত এই রাশিতেই বিরাজ করবে গ্রহের যুবরাজ।

বুদ্ধি শিক্ষা, ভাষার কারক গ্রহ বুধ। মিথুন ও কন্যা রাশির অধিপতি গ্রহ। জ্যোতিষ মতে কন্যায় এই গ্রহ উচ্চস্থ এবং বৃহস্পতির রাশি মীনে নীচস্থ। ২২ সেপ্টেম্বর শুক্রের রাশি তুলায় গোচর করবে বুধ। ২ অক্টোবর পর্যন্ত এই রাশিতেই বিরাজ করবে গ্রহের যুবরাজ। বুধের গোচরের এই ১২ দিন ৪টি রাশির জন্য বিশেষ লাভজনক—

মেষ-বুধের গোচর এই রাশির জাতকদের জন্য সবচেয়ে শুভ। এ সময় সুসংবাদ পাবেন। ব্যবসা ও চাকরির জন্য সময় শুভ। সমস্ত স্থানে ভালো প্রদর্শন করবেন। এ সময় লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ থাকবে। আর্থিক পরিস্থিতি উন্নত হবে। আর্থিক লাভের যোগ রয়েছে। এ সময় সুযোগ হাতছাড়া করবেন না।

কর্কট- লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ থাকবে এই রাশির জাতকদের উপর। চাকরিতে ভালো প্রদর্শন করবেন। নতুন গাড়ি বা বাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন। এই সময়কালে অর্থ সমৃদ্ধি লাভ করবেন। যাত্রার ফলে আর্থিক লাভের সুযোগ পাবেন। আটকে থাকা টাকাও ফিরে পেতে পারেন।

কন্যা- বুধের গোচর কালে নিজের বুদ্ধির সঠিক ব্যবহার করবেন এই রাশির জাতকরা। ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন। ব্যবসায় ভালো সুযোগ লাভ করবেন। পড়ুয়ারা ভালো ফলাফল করবে। নতুন প্রকল্প থেকে লাভ করতে পারেন। কেরিয়ারের জন্য সময় অত্যন্ত ভালো, সাফল্য লাভ করবেন।

তুলা- এই সময়কালে সমস্ত কাজে ভাগ্যের সঙ্গ পাবেন। কর্মক্ষেত্রে ভালো প্রদর্শন থাকবে। সমস্ত স্থানে জয়ী হবেন। আর্থিক লাভের প্রবল যোগ রয়েছে। ব্যবসা বিস্তারের পরিকল্পনা করতে পারেন। বুধের গোচর যোগাযোগ কৌশল বৃদ্ধি করবে, কেরিয়ারে এর ফলে লাভ হবে।

Haryana and JNK Election Haryana and JNK Election
ভাগ্যলিপি খবর

Latest News

দুর্গাপুজো মণ্ডপে স্লোগান তোলা ৯ জনের পুলিশ হেফাজত, ধৃতরা কি ডাক্তার?‌ জো রুটের হাত ধরে টেস্ট দেখা মিলল শততম ২৫০+ স্কোরের! ইংরেজদের ঝুলিতে আরও রেকর্ড… দাদা রতন টাটার শেষকৃত্যে হাজির জিম্মি টাটা! ছিলেন অমিত শাহ-একনাথ শিন্ডেরাও রানি-কাজলদের মুখার্জি বাড়ির পুজোয় হাজির রণবীর কাপুর তাজ হোটেলে জঙ্গীহানা, টানা তিন দিন সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন রতন টাটা আর মোবাইল আমদানি করবে না ভারত, সবই তৈরি হবে স্বদেশে: রিপোর্ট শিলাজিৎ-এর জন্মদিন, সেলিব্রেশনে হাজির হলেন কারা? সপ্তমীতে পুজো পরিক্রমায় বেরতেই ব্যারিকেড পুলিশের, মিছিল ঘিরে ধর্মতলায় অশান্তি না খেয়ে ডাক্তারদের সঙ্গে দেখা করতে হাজির ছোট্ট ছাত্রী, কেঁদে ফেললেন শ্রীলেখা 'প্রার্থনা করি যাতে...' বাড়িতে আসছে নতুন সদস্য, দুর্গার কাছে কী চাইলেন কোয়েল?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.