২৬ অক্টোবর দুপুর ১.৩৮ মিনিটে কন্যা রাশি থেকে বেরিয়... more
২৬ অক্টোবর দুপুর ১.৩৮ মিনিটে কন্যা রাশি থেকে বেরিয়ে তুলা রাশিতে প্রবেশ করেছে বুধ গ্রহ। বুধ এই রাশিতে ১৩ নভেম্বর পর্যন্ত থাকবে। ততদিন পর্যন্ত বিভিন্ন রাশিতে বুধের গোচরের ফলে সুপ্রভাব পড়তে চলেছে। কোন কোন রাশি এরফলে শুভ ফল পেতে চলেছে তা দেখে নেওয়া যাক।
1/7চলতি বছরে দুর্গাপুজো, কালীপুজো সম্পন্ন হয়েছে অক্টোবরে। আর বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে, এই অক্টোবর মাসেই একাধিক গ্রহের রাশি পরিবর্তন হচ্ছে। আর তার ফলে ১২ টি রাশির প্রত্য়েকটিতেই পড়ছে প্রভাব। সদ্য ২৬ অক্টোবর তুলায় প্রবেশ করেছে বুধ। তারফলে বহু রাশিতে সুপ্রভাব পড়তে শুরু করেছে।
2/7২৬ অক্টোবর দুপুর ১.৩৮ মিনিটে কন্যা রাশি থেকে বেরিয়ে তুলা রাশিতে প্রবেশ করেছে বুধ গ্রহ। বুধ এই রাশিতে ১৩ নভেম্বর পর্যন্ত থাকবে। ততদিন পর্যন্ত বিভিন্ন রাশিতে বুধের গোচরের ফলে সুপ্রভাব পড়তে চলেছে। কোন কোন রাশি এরফলে শুভ ফল পেতে চলেছে তা দেখে নেওয়া যাক।
3/7মেষ- এই সময় যে জাতক জাতিকারা অংশিদারির ব্যবসা করতে চলেছেন,তাঁরা লাভবান হতে পারেন। যাঁরা কোথাও যাত্রা করছেন তাঁরা পেতে চলেছেন সুখের মুখ দেখার সুযোগ। এই সময় ভাইবোনের সঙ্গে সম্পর্ক আরও ভালো হতে পারে। ছবিটি প্রতীকী (সৌজন্য ফেসবুক)
4/7বৃষ- আগের থেকে আর্থিক পরিস্থিতি ভালো হবে বৃষ রাশির। ধন সম্পত্তি আরও বাড়িয়ে নেওয়ার হলে তা এই সময়ই ভালো। বহু জায়গা থেকে আর্থিক ধনসম্পত্তি পেতে পারেন আপনারা। কোনও পুরনো ঋণ থাকলে তা মিটে যাবে। বাড়ির সরঞ্জাম, জিনিসপত্র কিনলে তাও শুভ ফল দেবে।
5/7মিথুন-মিথুন রাশির জাতক জাতিকারা এই সময় পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে পারবেন। এই সময় কোনও পুরনো সমস্যা থেকে আপনি ছুটি পাবেন। সমাজ ও পরিবারে আপনারা সম্মান পাবেন। খারাপ কথাবার্তায় আপনারা সময় বরবাদ করবেন না। ঝগড়া থেকে দূরে থাকুন। কর্মক্ষেত্রে কোনও বড়সড় লাভ প্রাপ্তি হতে পারে।
6/7কর্কট-কর্কট রাশিতে বুধের গোচরের প্রভাব অনেক বেশি। পারিবারিক জীবন খুবই শান্তিপূর্ণ কাটবে। পরিবারের সকলে আপনাকে সহযোগিতা করবেন। এই সময় ভালো রোজগার করতে পারবেন। কর্মচারীদের আয়ে হবে বৃদ্ধি। কোনও কোনও ক্ষেত্রে টাকা আটকে থাকার সমস্যা হতে পারে।
7/7সিংহ- বুধের গোচর, আপনার কাজের ক্ষেত্রে ভালো সময় নিয়ে আসতে পারে। ভাইবোনের সঙ্গে আপনার সম্পর্ক খুবই ভালো হবে। এই সময়ে আপনি আপনার মনের ইচ্ছা পূরণ করতে পারবেন। এই গোচরকালে আপনার ভাগ্য বদলে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কোথাও বিনিয়োগ এই সময় করে ফেলবেন না। (এই তথ্য মান্যতা নির্ভর। এই তথ্যের সত্যতা নিশ্চিত করে না হিন্দুস্তান টাইমস বাংলা)