শরীরের নানা অংশে তিল দেখতে পাওয়া যায়। কিন্তু অনেকেই জানেন না যে এই তিলগুলি শুভ নাকি অশুভ। শাস্ত্রে বলা হয়েছে যে মানুষের শরীরের বিভিন্ন অংশে তিলের উপস্থিতি শুভ ও অশুভ লক্ষণের ইঙ্গিত দেয়। সমুদ্র শাস্ত্র অনুসারে, কোনও ব্যক্তির শরীরে তিলের উপস্থিতি নির্দেশ করে যে সে ধনী হবে কিনা। এই প্রতিবেদনে সেই সব তিলগুলি সম্পর্কে জানবেন, যা নির্দেশ করে যে একজন ব্যক্তি ধনী হবেন কিনা। জেনে নিন শরীরের এই বিভিন্ন অংশের তিল সম্পর্কে।
বুকের মাঝখানে তিল থাকলে কী হয়?
যাঁদের বুকের মাঝখানে তিল থাকে তাঁদের ভাগ্যবান মনে করা হয়। এইসব মানুষের উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে। এরা সমাজে তাঁদের নিজস্ব পরিচয় তৈরি করে নেন। এঁরা কোনও পরিকল্পনা বানাতেও খুব পারদর্শী হন।
কপালের ডান দিকে তিল থাকলে কী হয়?
কপালের ডান দিকে তিল থাকলে তাঁকে খুব ভাগ্যবান বলে মনে করা হয়। এসব মানুষের সম্পদ ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। তাঁদের কখনওই টাকার অভাব হয় না। এঁরা কঠোর পরিশ্রম করলেই তার থেকে সাফল্য পান।
আরও পড়ুন: গণেশ চতুর্থী ২০২৪ এ পুজোর শুভ সময় কলকাতায় কখন থেকে শুরু? দেখে নিন তিথি, তারিখ
ডান হাতের তালুতে তিল থাকলে কী হয়?
এই ব্যক্তিরা ব্যবসায় সাফল্য পান। এঁরা নাম ও খ্যাতি অর্জন করে থাকেন। সম্পদের দিক থেকেও এঁরা খুবই ভাগ্যবান হন।
এক গালে তিল থাকলে কী হয়?
কোনও ব্যক্তির এক গালে তিল থাকলে তা খুবই শুভ বলে মনে করা হয়। এই ধরনের মানুষেরা খুব ভাগ্যবান হন। তাঁরা আর্থিক দিক থেকে খুব শক্তিশালী হন। এই ধরনের ব্যক্তিরা তাঁদের অংশীদারদের প্রতি খুব অনুগত হন। তাঁরা তাঁদের অংশীদারদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখেন। যদি বিপরীত গালেও একটি তিল থাকে তবে এই জাতীয় ব্যক্তিরা খুব ব্যয়বহুল হন।
আরও পড়ুন: গণেশ চতুর্থীতে বাড়িতে করছেন পুজো! জেনে নিন কেমন মূর্তি আনা গৃহের জন্য হবে শুভ
দাবিত্যাগ: এই নিবন্ধে দেওয়া কোনও তথ্যের যথার্থতা বা নির্ভরযোগ্যতা নিশ্চিত করা হচ্ছে না। এই তথ্যগুলি জ্যোতিষী, পঞ্জিকা, বিশ্বাস বা ধর্মীয় শাস্ত্রের মতো বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করা হয়েছে এবং আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র তথ্য প্রদান করা। এর জন্য হিন্দুস্থান টাইমস বাংলা কোনও ভাবেই দায়বদ্ধ নয়। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন।