Money Luck Horoscope from 13th January: চারদিন পরেই দুই গুরুত্বপূর্ণ গ্রহের অবস্থান পরিবর্তন হবে। ওই দুই গ্রহের অবস্থান পরিবর্তনের ফলে একাধিক রাশির জাতকরা 'লাকি' হবেন। তৈরি হবে ধনলাভের প্রবল যোগ। কোন কোন রাশির জাতকদের লাভ হবে, তা দেখে নিন -
1/5আগামী শুক্রবার (১৩ জানুয়ারি) দুই গুরুত্বপূর্ণ গ্রহের অবস্থান পরিবর্তন হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ওইদিন মার্গী হবেন মঙ্গল। আবার উদিত হবেন বুধ। ওই দুই গ্রহের অবস্থান পরিবর্তনের ফলে জ্যোতিষশাস্ত্রের নিরিখে সব রাশির জাতকদের উপর ব্যাপক প্রভাব পড়বে। লাভবান হবেন কয়েকটি রাশির জাতকরা।
2/5মেষ রাশি- মঙ্গল মার্গী এবং বুধ উদিত হওয়ার ফলে মেষ রাশির জাতকদের অনুকূল সময় শুরু হবে। জীবনে ইতিবাচক প্রভাব পড়বে। জীবনের বিভিন্ন ক্ষেত্রে লাভবান হবেন। শুভ ফল মিলবে। অর্থের কোনও অভাব হবে না। ধনপ্রাপ্তির যোগ আছে। মেষ রাশির জাতকদের স্বাস্থ্যের উন্নতি হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
3/5কর্কট রাশি- একইদিনে মঙ্গল ও বুধের অবস্থান পরিবর্তনের ফলে কর্কট রাশির জাতকদের শুভ সময় শুরু হবে।জীবনে সাফল্য লাভ করবেন। হাতে টাকা আসবে। আর্থিক সমস্যা কেটে যাবে। কর্মক্ষেত্রে সাফল্য মিলবে। চাকরির ক্ষেত্রে জীবনে নয়া সুযোগ আসবে। যাঁরা চাকরির পরীক্ষা দিচ্ছেন, তাঁরা সাফল্য লাভ করবেন।
4/5সিংহ রাশি- একইদিনে দুই গ্রহের অবস্থান পরিবর্তনের ফলে সিংহ রাশির জাতকদের ভাগ্যোদয় হবে। আর্থিক অবস্থার উন্নতি হতে চলেছে। ধনপ্রাপ্তির যোগ আছে। যদি কোথাও বিনিয়োগের পরিকল্পনা করেন, তাতে লাভবান হবেন। কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন সিংহ রাশির জাতকরা। সিনিয়রদের প্রশংসা মিলবে। যাঁরা ব্যবসা করেন, তাঁদের সময় ভালো কাটবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
5/5মকর রাশি- শুক্রবার মঙ্গল মার্গী ও বুধ উদিত হওয়ার ফলে মকর রাশির জাতকদের অনুকূল সময় শুরু হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আর্থিক অবস্থা ভালো হবে মকর রাশির জাতকদের। চাকরির ক্ষেত্রে বড়সড় সাফল্য লাভ করবেন। পারিবারিক জীবনে সুখ বাড়বে।