Money Lucky Zodiacs from 14th January: এবার মকর সংক্রান্তিতে তিন গ্রহের মহামিলন হতে চলেছে। অর্থাৎ একই রাশিতে আসবেন ওই তিন গ্রহ। তার ফলে পাঁচটি রাশির জাতকরা বিশেষভাবে লাভবান হবেন। কোন কোন পাঁচটি রাশির জাতকরা লাভবান হবেন, তা দেখে নিন -
1/6আগামী ১৪ জানুয়ারি রাতে মকর রাশিতে প্রবেশ করবেন সূর্য। সেইসময় মকর রাশিতে সূর্য, শনি ও শুক্র গ্রহ অবস্থান করবেন। অর্থাৎ মকর রাশিতে তিন গ্রহের মহামিলন হতে চলেছে। তার ফলে আর্থিক দিক থেকে কয়েকটি রাশির জাতকরা লাভবান হবেন। অর্থলাভের প্রবল যোগ তৈরি হবে।
2/6বৃষ রাশি- মকর রাশির দ্বিতীয় স্থানে প্রবেশ করবেন সূর্য। তার ফলে বৃষ রাশির জাতকরা ইতিবাচক ফল পাবেন। কেরিয়ার এবং ব্যবসার দিক থেকে বিশেষভাবে উন্নতি হবে। আয় বৃদ্ধির যোগ তৈরি হতে চলেছে। জীবনসঙ্গীর সহায়তায় ধনলাভ হবে। কোথাও ঘুরতে যেতে পারেন। সাহস বাড়বে।
3/6মিথুন রাশি- মিথুন রাশির যে স্থানে সূর্য প্রবেশ করবেন, তা ওই রাশির জাতকদের জন্য অনুকূল বলে বিবেচিত হবে। কর্মক্ষেত্রে ভালো সময় কাটবে। আর্থিক দিক থেকে লাভবান হবেন মিথুন রাশির জাতকরা। বাবার সহযোগিতায় অর্থলাভের পথ প্রশস্ত হবে। মানসিক চাপ কেটে যাবে। প্রেমজীবনে মাধুর্য বাড়বে।
4/6কর্কট রাশি- মকর সংক্রান্তিতে তিন গ্রহের যে মহামিলন হচ্ছে, তার ফলে কর্কট রাশির জাতকরা লাভবান হতে চলেছেন। চাকরি সংক্রান্ত বিষয়ে কর্কট রাশির জাতকরা কোনও সুখবর পাবেন। অংশীদারিত্বের কাজে লাভবান হবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো হবে। যে কর্কট রাশির জাতকরা অবিবাহিত, তাঁরা বিয়ের প্রস্তাব পাবেন।
5/6বৃশ্চিক রাশি- তিন গ্রহের মহামিলনের ফলে বৃশ্চিক রাশির জাতকদের ভাগ্য চমকাবে। কেরিয়ারে ভালো সুযোগ মিলবে। যাঁরা চাকরির সন্ধানে আছেন, তাঁদের প্রতীক্ষার অবসান হতে চলেছে। বিনিয়োগ করলে লাভবান হবেন। স্বাস্থ্যের উন্নতি হবে। কথাবার্তার ক্ষেত্রে সংযম আরও বাড়বে।
6/6মকর রাশি- মকর রাশিতে সূর্য প্রবেশ করবেন। ওই রাশিতেই তিন গ্রহের মহামিলন হতে চলেছে। তার ফলে মকর রাশির জাতকদের উন্নতির পথ পথ প্রশস্ত হবে। আর্থিক দিক থেকে বড় সুযোগ মিলবে। শরীর ভালো থাকবে। জীবনসঙ্গীর সহযোগিতা মিলবে।