শনির উদয় ও মঙ্গলের গোচর মিলিয়ে এই নবপঞ্চম রাজযোগ ত... more
শনির উদয় ও মঙ্গলের গোচর মিলিয়ে এই নবপঞ্চম রাজযোগ তৈরি হবে। এই সময় মঙ্গল গ্রহ, মিথুন রাশিতে বিরাজ করছে, আর শনি কুম্ভ রাশিতে বিরাজ করছে। তারফলে গঠিত হওয়া নবপঞ্চম যোগের ফলে একাধিক রাশি লাভবান হতে চলেছে।
1/5বৈদিক জ্যোতিষশাস্ত্রে বহু ধরনের রাজযোগের কথা বলা হয়। এমনই একটি রাজযোগ হল নবপঞ্চম রাজযোগ। সদ্য শনি ও মঙ্গলের অবস্থানের ফলে নবপঞ্চম রাজযোগ নির্মিত হচ্ছে। শনি থেকে মঙ্গলে পঞ্চম ও মঙ্গল থেকে শনিতে নবমভাব বিরাজ করে এই নবপঞ্চম রাজযোগ নির্মাণ করছে।
2/5শনির উদয় ও মঙ্গলের গোচর মিলিয়ে এই নবপঞ্চম রাজযোগ তৈরি হবে। এই সময় মঙ্গল গ্রহ, মিথুন রাশিতে বিরাজ করছে, আর শনি কুম্ভ রাশিতে বিরাজ করছে। তারফলে গঠিত হওয়া নবপঞ্চম যোগের ফলে একাধিক রাশি লাভবান হতে চলেছে।
3/5মেষ- নবপঞ্চম রাজযোগের ফলে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই ভালো ফল দেখা যাবে। এই রাশির জাতক জাতিকাদের সাহস ও উৎসাহের রেশ দেখা যাবে। সব কাজ খুব সহজে তাঁরা পূর্ণ করতে পারবেন। ব্যবসায় উন্নতি, আইটি সেক্টরের অনেকেরই ভাগ্য খুলতে চলেছে আর্থিক দিক থেকে।
4/5কন্যা- নবপঞ্চম রাজযোগ বিভিন্ন কাজের দিক থেকে আপনাদের নানান উন্নতির রাস্তা খুলে দেবে। চাকরিতে রয়েছে পদোন্নতির যোগ। বাড়তে পারে বেতন। কোনও বড় সংস্থায় উচ্চ পদে আসীন হতে পারেন এঁরা। শত্রু শেষ হতে পারে। সম্পত্তি সম্পর্কিত লাভ হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/5কুম্ভ-নবপঞ্চম রাজযোগ আপনাদের যোগাবে মান সম্মান। হাতে আসবে আর্থিক সাফল্য। কর্মস্থানে আপনার সম্মান অনেকটাই বাড়বে। ভাইদের সহায়তায় অনেকটাই উন্নতি হবে। উচ্চশিক্ষার সঙ্গে জড়িতদের উন্নতি হতে চলেছে। ( এই তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতার দাবি করে না হিন্দুস্তান টাইমস বাংলা।) (ছবিটি প্রতীকী)