Navpancham Yog 2023 Astrology: একটি নবপঞ্চম তৈরি হলে সেটাকেই অত্যন্ত শুভ বলে বিবেচনা করা হয়। এবার তো একসঙ্গে তিনটি রাজযোগ তৈরি হতে চলেছে। তার ফলে কয়েকটি রাশির জাতকরা লাভবান হবেন। কাদের ধনপ্রাপ্তির প্রবল যোগ আছে, তা দেখে নিন -
1/5এবার তিনটি নবপঞ্চম যোগ তৈরি হচ্ছে। বিভিন্ন গ্রহের সংযোগে ওই তিনটি নবপঞ্চম যোগ তৈরি হবে। মঙ্গল ও শনির সংযোগের ফলে একটি নবপঞ্চম যোগ তৈরি হচ্ছে। কেতু এবং শনির দ্বিতীয় নবপঞ্চম যোগ তৈরি হতে চলেছে। তৃতীয় নবপঞ্চম যোগটি তৈরি হচ্ছে মঙ্গল এবং কেতুর সংযোগের কারণে।
2/5মেষ রাশি- ট্রিপল নবপঞ্চম যোগের ফলে মেষ রাশির জাতকদের ভালো সময় শুরু হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনি, মঙ্গল, বুধ এবং সূর্য যে স্থানে অবস্থান করছেন, তাতে এই সময় মেষ রাশির জাতকদের অর্থলাভের প্রবল যোগ তৈরি হবে। কোনও বিনিয়োগ থেকে যদি লোকসান হয়ে থাকে, তাহলে সেই লোকসান পূরণ হয়ে যাবে। আরও বেশি লাভজনক হবে। যাঁরা চাকরি করেন, তাঁদের ইক্রিমেন্টের সম্ভাবনা আছে।
3/5মিথুন রাশি- ট্রিপল নবপঞ্চম যোগের কৃপায় মিথুন রাশির জাতকদের জীবনে ব্যাপক উন্নতি হবে। মিথুন রাশির জাতকদের যে স্থানে ওই যোগ তৈরি হবে, তাতে আকস্মিক ধনপ্রাপ্তির প্রবল যোগ আছে। বিনিয়োগ করলে লাভবান হবেন মিথুন রাশির জাতকরা। নয়া কোনও কাজ শুরু করলে তাতে সাফল্য মিলবে।
4/5সিংহ রাশি- সিংহ রাশির জাতকদের জন্য ট্রিপল নবপঞ্চম যোগ অনুকূল সময় নিয়ে আসবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ধনলাভ হবে। আচমকা হাতে টাকা আলতে চলেছে। ব্যবসার বহর বাড়বে। মুনাফা বৃদ্ধি পাবে। অংশীদারিত্বের কাজে ব্যাপক লাভবান হবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
5/5মীন রাশি- একসঙ্গে তিনটি নবপঞ্চম যোগের ফলে মীন রাশির জাতকরা লাভবান হবেন। তাঁদের জীবনে অর্থের কোনও অভাব হবে না। সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে জীবন। পারিবারিক জীবন সুখকর হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, চাকরি জীবনে তাঁরা লাভবান হবেন।