বছরের সেরা সময় হাজির। একদিকে দুর্গাপুজো অপরদিকে নবরাত্রিরও শুরু হয়ে গিয়েছে! অক্টোবরের পাতা খুলতে খুলতেই উৎসবের মরসুম শুরু হয়ে গিয়েছে। মা এসে গিয়েছেন তাঁর বাড়িতে। যদিও পরবর্তী ৯ দিন অবশ্যই উদযাপনের পরিবেশ। সুস্বাদু খাবার থেকে শুরু করে পছন্দের পোশাক পরা, সবটাই করতে সকলে প্রস্তুত। তবে এই নবরাত্রির পিছনে কী গল্প লুকিয়ে আছে তা ভুলে গেলে চলবে না। মায়ের আশীর্বাদ পেতে নবরাত্রির প্রতি দিন একটি নির্দিষ্ট সময় একাগ্রচিত্তে দেবীর এক একটি রূপের কাছে আপনার প্রার্থনা নিবেদন করুন। নবদুর্গার প্রতি আপনার শ্রদ্ধা নিবেদনের জন্য দিনের কিছুটা সময় আলাদা করে রাখতেই পারেন। আজ নবরাত্রির প্রথম দিন। আজ মা শৈলপুত্রীর দিন।
(আরও পড়ুন: বাংলায় ঠিক কবে দুর্গাপুজো শুরু হয়েছিল? এর নেপথ্যে রয়েছে কোন ইতিহাস?)
(আরও পড়ুন: পুজোর আগে রান্নাঘরে তেল চিটচিটে? পরিষ্কার করতে লাগবে কয়েকটা কারিপাতা, তারপর…রইল টিপস)
শিব পুরাণে কথিত রয়েছে, মা শৈলপুত্রী হলেন হিমালয়ের শাসক রাজা হিমাবতের কন্যা। মা শৈলপুত্রীর নামের আক্ষরিক অর্থ 'শৈল' (পর্বত)-এর 'পুত্রী' (কন্যা)। মা শৈলপুত্রী আসলে আগের জন্মে সতী ছিলেন। পিতা রাজা দক্ষের ইচ্ছার বিরুদ্ধে ভগবান শিবকে বিয়ে করে সতী তার পিতার আয়োজিত বিশাল যজ্ঞে যোগ দিয়ে তাঁর পিতামাতার সঙ্গে বিচ্ছেদের অবসান ঘটাতে চেয়েছিলেন। যদিও ভগবান শিবকে আমন্ত্রণ জানানো হয়নি কারণ রাজা দক্ষ তখনও তাঁদের মিলনকে মেনে নেননি – তবুও সতী স্বামীকে সঙ্গে নিয়ে আসতে রাজি করান। কিন্তু পরিস্থিতি আরও খারাপের দিকে এগিয়ে যায়। রাজা দক্ষ এই সুযোগকে কাজে লাগিয়ে ভগবান শিবকে তুচ্ছ করার, অপমান করার সিদ্ধান্ত নেন। স্বামীর অপমান সহ্য করতে না পেরে সতী যজ্ঞের আগুনে ঝাঁপ দেন।
(আরও পড়ুন: সাদামাটা পদ ছেড়ে পুজোয় বানিয়ে ফেলুন চিকেন মালাইকারি, দেখে নিন রেসিপি)
মা শৈলপুত্রীর 'বাহন' হল নন্দী, ষাঁড়। তিনি হাতে ত্রিশূলের পাশাপাশি পদ্মও নিয়ে থাকেন। ভগবান ব্রহ্মা, ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের শক্তির মূর্ত প্রতীক তিনি। দেবী শৈলপুত্রী আমাদের জগতের নির্যাসস্বরূপ। তাঁর আশীষ সমগ্র পৃথিবীর পাহাড় পর্বত, উপত্যকা, সমুদ্রের উপর বর্ষিত হচ্ছে। মনুষ্যজীবনের সমস্ত আবেগের কেন্দ্রস্থলে তিনি বিরাজমান।
আপনার শ্রদ্ধা নিবেদনের সহজ উপায়
আপনি এই দিনের জন্য আপনি হলুদ রঙের কোনও পোশাক পরে মা শৈলপুত্রীকে সন্তুষ্ট রাখতে পারেন। ঘি নিবেদনের সঙ্গে একত্রে 'ওম দেবী শৈলপুত্ররায় নমঃ' এবং 'বন্দে বঞ্চিতলাভয়া চন্দ্রাকৃতশেখরম বৃশরুধম শুলাধরম শৈলপুতৃ যশস্বিনী' জপ করা আপনাকে তাত্ক্ষণিকভাবে মন থেকে সুস্থিত এবং কৃতজ্ঞতা পূর্ণ বোধ করাবে।
শুভ নবরাত্রি!