Neechbhang Rajyog Lucky Astrology 2023: বুধের গোচরের ফলে একটি রাজযোগ তৈরি হয়েছে - নীচভঙ্গ রাজযোগ। যা জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। তার ফলে একাধিক রাশির জাতকদের হাতে টাকা বাড়বে। কাদের সেরকম হবে, তা জেনে নিন-
1/5আপাতত মীন রাশিতে অবস্থান করছেন বুধ গ্রহ। গত ১৬ মার্চ ওই রাশিতে প্রবেশ করেছেন গ্রহের রাজকুমার। মীন রাশিতে বুধের গোচরের ফলে নীচভঙ্গ যোগ তৈরি হয়েছে। তার ফলে কয়েকটি রাশির জাতকদের ভাগ্যোদয় হবে। অর্থলাভও হতে চলেছে।
2/5বৃষ রাশি- নীচভঙ্গ রাজযোগের ফলে শুভ ফল লাভ করবেন। অর্থবৃদ্ধির প্রবল যোগ তৈরি হবে। আয় বৃদ্ধি পাবে বৃষ রাশির জাতকদের। আচমকা অর্থলাভের প্রবল যোগ আছে। যাঁরা চাকরি করেন, তাঁদের পদোন্নতির যোগ তৈরি হতে চলেছে। বাড়িতে কোনও ধর্মীয় কাজের পরিকল্পনা করতে পারেন।
3/5মিথুন রাশি- নীচভঙ্গ রাজযোগের ফলে মিথুন রাশির জাতকদের অনুকূল সময় শুরু হবে। যে কাজ করবেন, তাতে সাফল্য লাভ করবেন। চাকরিতে নয়া সুযোগ পাবেন মিথুন রাশির জাতকরা। বেতন বৃদ্ধি পাবে। বাবার সহযোগিতা লাভ করবেন। নিজের পরিবারকে পাশে পাবেন। আর্থিক দিক থেকে ভালো কাটবে।
4/5কন্যা রাশি- নীচভঙ্গ রাজযোগে কন্যা রাশির জাতকদের ভাগ্য পালটে যাবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কন্যা রাশির যে স্থানে নীচভঙ্গ রাজযোগ তৈরি হয়েছে, তাতে কন্যা রাশির জাতকদের ধনপ্রাপ্তি হবে। যে কাজ শুরু করবেন, তাতে শুভ ফল লাভ করবেন। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পাবেন।
5/5ধনু রাশি- নীচভঙ্গ রাজযোগের ফলে আর্থিক দিক থেকে ভালো খবর পাবেন। ধনু রাশির জাতকদের যে স্থানে নীচভঙ্গ রাজযোগ তৈরি হয়েছে, তাতে ধনপ্রাপ্তির যোগ আছে। কাজ পূরণ হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, যাঁরা চাকরি করেন, তাঁদের পদোন্নতির যোগ আছে।