হিন্দু ধর্মে মঙ্গলবারের দিনটি বজরংবলীকে সমর্পিত। এদিন সংকট মোচন হনুমানের পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। নিয়ম মেনে পুজো করলে বজরংবলী প্রসন্ন হন ও নিজের ভক্তদের সমস্ত কষ্ট দূর করেন। আবার কোনও ভুল যাতে না হয়ে যায়, তার জন্য বিশেষ কিছু বিষয় জেনে রাখা ভালো। জ্যোতিষ মতে, এমন কিছু বস্তু রয়েছে যা মঙ্গলবার কেনা অনুচিত। এর ফলে অশুভ ফলাফল লাভ করা যায়।
দুগ্ধজাত দ্রব্য
জ্যোতিষ অনুযায়ী, মঙ্গলবার দুধ ও দুগ্ধজাত দ্রব্য কেনা উচিত নয়। আবার এগুলি বজরংবলীকে অর্পণও করবেন না। আবার কাউকে দুধ ও দুগ্ধজাত দ্রব্য দানও করবেন না। অন্যথা, পরিবারে অশান্তি বাঁধতে পারে। বিবাদ-ঝগড়ার সম্ভাবনা রয়েছে।
কাঁচের জিনিস
মঙ্গলবার কাঁচের তৈরি কোনও বস্তু কেনাও নিষিদ্ধ। কারণ এদিন কাঁচের বস্তু কিনলে আর্থিক লোকসান হতে পারে। আবার মঙ্গলবার কাউকে কাঁচের কোনও বস্তু উপহার দেবেন না। তা না হলে অযথা ব্যয় বাড়তে পারে।
শৃঙ্গারের দ্রব্য
এদিন শৃঙ্গারের দ্রব্য কেনাও অশুভ। এদিন বজরংবলীকে লাল চেলি অর্পণ করা হয়। ব্যয় মুক্তির জন্য মঙ্গলবার কোনও শৃঙ্গারের জিনিস এমনকি সিঁদূরও কিনবেন না। জ্যোতিষ মতে, এই উপায় না মানলে দাম্পত্য জীবনে সমস্যা দেখা দেয়।
লোহার জিনিস
জ্যোতিষে মঙ্গলবার লোহা ও স্টিলের বাসন ক্রয়ের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
কালো পোশাক
মঙ্গলবার কালো পোশাক কেনা ও পরা দুইই নিষিদ্ধ। এ দিন লাল বা কমলা রঙের পোশাক পরলে মঙ্গল দোষের প্রভাব কমে।