Chhath Puja 2023: আজ সন্ধ্যার পর শুরু হবে ৩৬ ঘণ্টার নির্জলা ব্রত, জেনে নিন ছটে এর গুরুত্ব
Updated: 18 Nov 2023, 04:00 PM ISTChhath Puja 2023: ছট পুজোয় খরনার বিশেষ তাৎপর্য রয়েছে, আজ প্রসাদ গ্রহণের পর শুরু হবে ৩৬ ঘণ্টার উপবাস। ছট পুজোর সময়, মহিলারা তাদের সন্তানদের স্বাস্থ্য সাফল্য এবং দীর্ঘায়ুর জন্য ৩৬ ঘন্টা উপবাস পালন করেন। আজ ছট পুজোর দ্বিতীয় দিনে প্রসাদ খেয়ে উপবাস শুরু হয়। জেনে নিন ছটের দ্বিতীয় দিনের মহত্ব।
পরবর্তী ফটো গ্যালারি