সদ্য ১৭ জানুয়ারি শনিদেব নিজের রাশি পরিবর্তন করে ফেলেছেন। এরপর গুরু নিজের রাশি মীনে গোচর হচ্ছে। এরপর ফেব্রুয়ারির শুরুতেই গুরু প্রবেশ করবে মীন রাশিতে। অন্যদিকে মঙ্গল বৃষে রয়েছে। তারফলে ৪টি রাশিতে সুপ্রভাব পড়তে চলেছে। দেখে নেওয়া যাক, কোন ৪ রাশিতে এর সুপ্রভাব পড়ছে।
1/6বৈদিক জ্যোতিষমতে ২০২৩ সালের শুরুতেই একাধিক গ্রহের রাশি পরিবর্তন রয়েছে। এই গ্রহের রাশি পরিবর্তনের ফলে বহু শুভ ও অশুভ যোগ তৈরি হতে চলেছে। তারই মধ্যে নিয়তি পাল্টানো এর রাজ যোগ ফেব্রুয়ারিতে দেখা যেতে চলেছে। (HT_PRINT)
2/6সদ্য ১৭ জানুয়ারি শনিদেব নিজের রাশি পরিবর্তন করে ফেলেছেন। এরপর গুরু নিজের রাশি মীনে গোচর হচ্ছে। এরপর ফেব্রুয়ারির শুরুতেই গুরু প্রবেশ করবে মীন রাশিতে। অন্যদিকে মঙ্গল বৃষে রয়েছে। তারফলে ৪টি রাশিতে সুপ্রভাব পড়তে চলেছে। দেখে নেওয়া যাক, কোন ৪ রাশিতে এর সুপ্রভাব পড়ছে। (HT_PRINT)
3/6মিথুন- আপনাদের ভাগ্যস্থানে রয়েছেন শনিদেব। ফলে ভাগ্যের সহায়তা পাবেন। কর্মসংস্থানের আশায় যাঁরা ঘুরছেন, তাঁদের কোনও চাকরির প্রস্তাব আসতে পারে। যাঁরা ব্যবসা করছেন তাঁদের বিশেষ লাভ হতে পারে। চাকরিতে বেতন বৃদ্ধি হতে পারে, হতে পারে প্রমোশন। এই সময়ে বিশেষ লাভ হতে পারে। সরকারের সঙ্গে জড়িত যাঁরা কাজ করছেন তাঁরা এই সময় লাভের মুখ দেখতে পারেন। আর্থিক দিক থেকে লাভবান হবেন। (HT_PRINT)
4/6কর্কট- এই বিশেষ রাজযোগে আপনাদের নিয়তি পাল্টে যেতে পারে। সম্পত্তি ও বান কেনার ভালো সময় এইটি। সুখ সম্পত্তিতে বৃদ্ধি হতে পারে। ধার্মিক ও মাঙ্গলিক কিছু কাজ এই সময় করতে পারেন। শেয়ার কিম্বা লটারি থেকে পেতে পােন লাভ। যাঁদের খাওয়া দাওয়া নিয়ে ব্যবসা রয়েছে তাঁরা পেতে পারেন সুখের মুখ দেখতে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি) (HT_PRINT)
5/6কন্যা- আয় থেকে পেতে পারেন প্রচুর টাকা সঞ্চয়ের সুযোগ। আইনি কোনও মামলায় পেয়ে যেতে পারেন সুখ। দাম্পত্য জীবনে যদি কোনও খারাপ সময় চলতে শুরু করে, তাহলে তা থেকে মুক্তি পেতে পারেন। ভালো ব্যবসায়িক সমঝোতা হবে। অংশিদারির কাজে পাবেন প্রচুর ধন সম্পত্তি। ধন সম্পত্তি বাড়তে থাকবে আর তাতে ভাগ্যের সহযোগিতা পাবেন। প্রতীকী ছবি (HT_PRINT)
6/6বৃশ্চিক- আর্থিক দিক থেকে এই নিয়তি পাল্টানো রাজযোগ খুবই ভালো সময় দিতে চলেছে। সন্তান, উন্নতি, প্রেম, বিবাহ, আকস্মিক ধনলাভের জায়গা থেকে এই সময় ভালো কাটতে চলেছে। ধন সম্পত্তির স্বামী বৃহস্পতিরও কৃপা থাকবে এই সময়। প্রেম জীবন আগের থেকে ভালো দিকে যাবে। বিবাহিতরা পেতে পারেন সন্তান। (এই তথ্য মান্যতা নির্ভর। অর সত্যতার দাবি করে না হিন্দুস্তান টাইমস বাংলা।) (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ) (HT_PRINT)