
মকর সংক্রান্তিতে রাশি মেনে দান করলে মিলবে সুফল, জেনে নিন এখনই
১ মিনিটে পড়ুন . Updated: 09 Jan 2021, 06:50 PM ISTমকর সংক্রান্তির দিনে ঘি দান করা ভালো, এর ফলে লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়।
মকর সংক্রান্তির দিনে ঘি দান করা ভালো, এর ফলে লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়।
আবার অন্ন দান করলে অন্নপূর্ণার আশীর্বাদ লাভ সম্ভবএর পাশাপাশি মকর সংক্রান্তির দিন রাশি মেনে দান করলে সুফল পাওয়া যায়। এখানে জানুন, কোন রাশির জাতকদের কী দান করা উচিত—
মেষ- গুড় ও তিল দান করুন।
বৃষ- সাদা তিল ও সাদা কাপড় দান করলে সুফল পাওয়া যায়।
মিথুন- চাল, মুগ ডাল দান করা উচিত মিথুন রাশির জাতকদের।
কর্কট- সংক্রান্তির দিন সাদা কাপড় ও চাল দান করা উচিত।
সিংহ- এই রাশির জাতকদের সোনা বা তামার জিনিস দান করা উচিত।
কন্যা- সবুজ কাপড়, সবুজ মুগ ডাল দান করুন।
তুলা- কম্বল বা চিনি দান করলে সুফল পাবেন।
বৃশ্চিক- এই রাশির জাতকরা লাল কাপড়, কালো তিল দান করলে সুফল পেতে পারেন।
ধনু- সংক্রান্তির দিনে গুড়, তিল, চাল দান করুন।
মকর- চাল, গুড় ও তিল দান করলে মকর রাশির জাতকরা সুফল পাবেন।
কুম্ভ- মকর সংক্রান্তির দিন এই রাশির জাতকরা খিচুড়ি, তিল ও কালো বিউলির ডাল দান করুন।
মীন- চাল, ডাল ও রেশমি বস্ত্র দান করা উচিত।