এক্কেবারে অন্যরকমের পরিবেশ, অন্য ঠাঁটবাট, অন্যরকমের আবহাওয়া! এই ভাবনা মাথায় রেখে অনেকেই স্বপ্ন দেখেন বিদেশে পাড়ি দেওয়ার। কেউ নিছক বেড়াতে যাওয়ার জন্য বিদেশ যাওয়ার স্বপ্ন দেখেন, আবার কেউ জীবনযাত্রার মান উন্নয়ন থেকে কেরিয়ারে সাফল্যের কথা ভেবে বিদেশে পা রাখতে ইচ্ছুক হন। কারণ যাই হোক, বিভিন্ন মানুষের মনেই বিদেশ যাওয়ার স্বপ্ন থাকে। জ্যোতিষশাস্ত্র বলছে, হাতের একটি বিশেষ রেখা দেখে বোঝা যায় যে সেই ব্যক্তি বিদেশ যেতে পারবেন।
হাত দেখে বহু গণৎকাররাই বলে দিতে পারেন যে সেই ব্যক্তির ভবিষ্যতে কী লেখা রয়েছে। বিভিন্ন ধরনের রেখা ভাগ্যের শুভ অশুভ বিভিন্ন দিককে তুলে ধরে। দেখে নেওয়া যাক, কোন কোন লক্ষণ বা রেখা হাতে দেখলে বোঝা যায় সেই ব্যক্তি যেতে পারেন বিদেশে?
- হাতের মণিবন্ধ থেকে একটি রেখা যদি মঙ্গল পর্বত পর্যন্ত যায়,তাহলে সেই ব্যক্তির সমুদ্রযাত্রার সম্ভাবনা রয়েছে। সমুদ্রযাত্রাকেই বিদেশ গমন ধরে নেওয়া হয়। আরও পড়ুন-২৪ ঘণ্টা পর থেকে আয় বৃদ্ধির যোগ, জীবনে বড় পরিবর্তনের সম্ভাবনা! রাশিফল কী বলছে
- মণিবন্ধের প্রথম স্থান থেকে বেরিয়ে চন্দ্র পর্বত পর্যন্ত যে রেখা যায়, সেই রেখাকে বিদে গমনের সম্ভাবনার ক্ষেত্রে সবচেয়ে জোরালো মনে করা হয়। এমন রেখা বলে দেয় বিদেশ সফরের সাফল্যের কথা।
-হস্তরেখাবিদরা বলেন, যদি কোনও রেখা চন্দ্র পর্বত থেকে বেরিয়ে ভাগ্য রেখাকে কাটিয়ে জীবন রেখায় মিলিত হয়, তাহলে সেই ব্যক্তি বহু দেশ বিদেশ ঘুরে আসতে পারেন।
-যদি জীবন রেখা চন্দ্র পর্বত ছুঁয়ে ফেলে তাহলে বুঝতে হবে বহু দূরের দেশে যেতে পারেন।
-যদি ডান হাতে বিদেশ যাত্রার চিহ্ন থাকে, আর বাঁ হাতে তা না থাকে, তাহলে বুঝতে হবে যে বিদেশ যাত্রায় বাধা রয়েছে।
-হাতে যদি একটি দ্বীপের মতো চিহ্ন তৈরি হয়, তাহলে তা বলে দেয় যে সেই ব্যক্তি বিদেশ যাত্রা করতে বহু বাধার সম্মুখীন হবেন।
-যদি চন্দ্র পর্বত থেকে তৈরি হওয়া রেখা দূরে গিয়ে ভাগ্য রেখার সঙ্গে যুক্ত হয়, তাহলে সেই ব্যক্তি বিদেশ গমন করতে পারবেন বলে মনে করা হয়।